মাত্র ক'দিন আগে একে অপরের বিরুদ্ধে বাগযুদ্ধ চালিয়েছেন। অথচ পশ্চিমবঙ্গের বিভানসভা নির্বাচনে বিজয়ের পথে থাকা সেই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোনে অভিনন্দন জানালেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পরে মমতার অফিসিয়াল টুইটার বরাবর টুইট করেন মোদি। সেখানে তিনি লেখেন, ‘মমতার সঙ্গে কথা বলেছি। তাকে অভিনন্দন জানিয়েছি। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর দায়িত্বে তার প্রতি শুভ কামনা রইলো’।
একইভাবে মোদি ফোনে অভিনন্দন জানান তামিলনাড়ুতে ভোট গণনায় এগিয়ে থাকা এআইএডিএমকে নেত্রী জয়ললিতাকেও। যদিও ভোটপ্রচারে অবশ্য তৃণমূলের বিরুদ্ধে প্রচারে মোদির যে তিক্ততা ছিল, ততটা জয়ার বিরুদ্ধে ছিল না। আগে তারা জোটসঙ্গী ছিলেন, এবারও জিএসটি ছাড়া অন্যান্য বিলে এডিএমকের সমর্থন পেয়েছে বিজেপি। তাই তামিলনাড়ুতে ডিএমকে- কংগ্রেস জোটের থেকে এডিএমকের জয় তাদের কাছে অনেক বেশি কাম্য ছিল।
বিডি-প্রতিদিন/১২ মে, ২০১৬/মাহবুব