ভারতে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করলেন মমতা বন্দোপাধ্যায়। ফের ক্ষমতা পেয়ে রাজ্যবাসীকে ধন্যবাদ দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। খবর বিবিসি বাংলার।
কলকাতায় নিজের বাসভবনে আজ দুপুরে এক সাংবাদিক সম্মেলনে মমতা জানান, গত দুবছর ধরে তার সরকারের বিরুদ্ধে লাগাতার ষড়যন্ত্র হয়েছে। তার দাবি, এই ভোটের আগে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুর্নীতির ইস্যু তোলা হয়েছিল, কিন্তু মানুষ দুর্নীতির অভিযোগ খারিজ করে দিয়েছে।
নির্বাচনের ফলাফল প্রকাশের পর তৃণমূল নেত্রী আবারও নিশানা করেছেন গত দুমাস ধরে রাজ্যে নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকেও। তিনি বলেন, ভোটের সময় এই কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমেই সন্ত্রাসের আবহ তৈরি করা হয়।
আগামীকাল শুক্রবার তৃণমূলের নবনির্বাচিত পরিষদীয় দলের বৈঠক হবে বলে জানালেন মমতা। ওই বৈঠকে নির্বাচিত হবেন পরিষদীয় দলনেতা। কালই রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানানো হবে বলেও জানান তৃণমূল নেত্রী।
এরপর ২৭ মে শপথ নেবে নতুন মন্ত্রিসভা, ওই দিনই দ্বিতীয় দফায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা।
বিডি-প্রতিদিন/ ১৯ মে, ২০১৬/ আফরোজ