বিধানসভা নির্বাচনে জয়ের পর থেকেই শুভেচ্ছা এবং অভিনন্দনের বন্যায় ভাসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। গত বৃহস্পতিবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যটিতে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। এরপর থেকেই দলনেত্রীর কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসায় সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুলশিক্ষার্থী, রাজনীতিবিদ, কর্পোরেট, চলচ্চিত্র, ক্রিড়া সহ বিভিন্ন জগতের বিশিষ্টদের ভিড় লেগেই আছে। একজন চলে যেতে না যেতেই আরেকজন এসে ঢুকছেন। অথিতিদের স্বাগত জানানো থেকে শুরু করে তাদের আপ্যায়ন সবকিছুই নিজে হাতে সামলাচ্ছেন ‘দিদি’।
জয়ের পর শুক্রবার একই গাড়িতে চেপে মমতাকে এসে শুভেচ্ছা জানিয়েছিলেন রাজ্যটির প্রধান সচিব বাসুদেব বন্দোপাধ্যায় ও স্বরাষ্ট্রসচিব মলয় দে। এরপর আসেন কলকাতা পুলিশের তৎকালীন নগরপাল সৌমেন মিত্র।
শনিবারও শিল্পপতি হর্ষ নেওটিয়া, সঞ্জীব গোয়েঙ্কা, সঞ্জয় বুধিয়া, সত্যম রায়চৌধুরী, প্রসূণ মুর্খার্জি, পূর্ণেন্দু চ্যাটার্জি, স্বামীকে নিয়ে মমতার সাথে দেখা করে যান সঙ্গীতশিল্পী ঊষা উত্থুপ।
রবিবার শুভেচ্ছা জানাতে মমতার বাসায় এসেছিলেন অভিনেত্রী জুহি চাওলা, তাঁর স্বামী শিল্পপতি জয় মেহেতা, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিত্রনির্মাতা গৌতম ঘোষ, ক্রীড়াবিদ গুরুবক্স সিং, সঙ্গীতশিল্পী জোজো, কলকাতা পুলিশের নগরপাল রাজীব কুমার। কেউ নিয়ে এসেছিলেন কেক, কেউ মিষ্টি কেউ আবার ফুলের তোড়া। মমতাও প্রত্যেকেই। মমতাও প্রত্যেকেই জয়ের ধন্যবাদ জানান। একইসাথে মিষ্টি মুখ করান।
যারা তৃণমূলের টিকিটে লড়ে হেরে গিয়েছেন তারও এসে মমতাকে প্রণাম করে গেছেন।
অন্যদিকে কালীঘাটের ঠিক উল্টো ছবি আলিমুদ্দিন স্ট্রিটে (পশ্চিমবঙ্গের সিপিআইএম’এর সদর কার্যালয়)। একেবারে শূন্যতা গ্রাস করেছে দলের শীর্ষ নেতাদের। ভোটব্যাংকে ধস সমস্ত হিসাব গুলিয়ে দিয়েছে। কি করে এই অবস্থা থেকে বেরিয়ে আসবেন সেই পথ খোঁজার মতো মানসিক অবস্থাও এখনও তৈরি হয়নি সিপিআইএম’এর শীর্ষ নেতাদের। ফল নিয়ে দলীয় পর্যায়ে কাঁটাছেড়া শুরু হয়ে গিয়েছে। তৃণমূলের বিপুল জয়ে বামেদের এই বিপর্যয় নিয়ে সিপিআইএম’এর জোটপন্থী নেতারা রীতিমতো কাঠগড়ায়।
এদিকে আগামী ২৭ মে কলকাতার রেড রোডে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের অনুষ্ঠান নিয়ে দফায় দফায় প্রশাসনের কর্মকর্তাদের সাথে আলোচনা সারছেন মমতা। ভিআইপি-রা কোন দিক দিযে আসবেন, কোন দিক দিয়ে তাঁরা মঞ্চের সামনে বসবেন, কীভাবে এই অনুষ্ঠান কভার করা যায়, সমস্ত বিষয় নিয়েই চলছে আলোচনা। আগামী শুক্রবারের এই শপথগ্রহণ অনুষ্ঠানে দেশটির বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি আন্তর্জাতিক কিছু ব্যক্তিত্বকেও আমন্ত্রণ জানানো হচ্ছে।
২৯৪ সদস্য বিশিষ্ট পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেস পায় ২১১টি আসন, কংগ্রেস-৪৪ টি, বামফ্রন্ট-৩২, বিজেপি-৩ টি এবং অন্যান্যরা ৪ টি আসনে জয় পায়।
বিডি-প্রতিদিন/ ২৩ মে, ২০১৬/ আফরোজ