স্কুল-কলেজের ছাত্রীদের পর এবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরও 'কন্যাশ্রী' প্রকল্পের আওতায় আনলো ভারতের পশ্চিমবঙ্গ সরকার। শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ২০ জন কন্যাশ্রী-ছাত্রীকে প্রতিকূলতা পেরিয়ে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রাখার জন্য পুরস্কৃত করা হল। এই অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নতুন কন্যাশ্রী-৩ প্রকল্পের ঘোষণা দেন।
আনন্দবাজার পত্রিকার খবর, কলেজ পার করে কন্যাশ্রী মেয়েরা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়াশোনা করতে চাইলে এবার অর্থ দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘৪৫ শতাংশ নম্বর পেয়ে তার পর কন্যাশ্রী মেয়েরা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করলে সরকার প্রতি মাসে তাঁদের আড়াই হাজার রুপি দেবে। একই নম্বরের কলা অনুষদের ছাত্রীরা পাবে মাসে দু’ হাজার রুপি।
খবরে আরো বলা হয়, কন্যাশ্রী প্রকল্পে ছাত্রীরা ১৮ বছর পর্যন্ত অবিবাহিত থেকে পড়াশোনা চালিয়ে গেলে সরকার থেকে তাঁদের এককালীন ২৫ হাজার টাকা দেয়। এরপর উচ্চশিক্ষা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কন্যাশ্রী-৩ তাঁদের বিশেষ সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
রাজ্যের নারী-শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজার কথায়, ‘‘মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্প ঘোষণা, পরিকল্পনা, রচনা ও তার সঠিক বাস্তবায়নকে মালার মতো গেঁথে এ রাজ্যের মেয়েদের জীবনে পরিপূর্ণতা নিয়ে এসেছেন। কন্যাশ্রী-৩ এর মাধ্যমে কন্যাশ্রী প্রকল্পও পূর্ণতা পেল।’’
বিডি-প্রতিদিন/২৯ জুলাই, ২০১৭/মাহবুব