কারাগারের ভিতরেই এক কারা কর্মকর্তাকে গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগ উঠল পশ্চিমবঙ্গের ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি সদস্য মুহম্মদ মসিউদ্দিন ওরফে মুসা’র বিরুদ্ধে।
২০১৬ সালের জুলাই মাসে পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে আটক করা হয় মুসা (২৫)-কে। এরপর থেকেই আলিপুর কেন্দ্রীয় কারাগারের ১৩ নম্বর ব্লকের দুই নম্বর সেলে বন্দী রয়েছে মুসা। মুসা জানিয়েছে সেই থেকেই ওয়ার্ডারকে খুন করা তার ‘জেহাদ’-এরই একটা অঙ্গ।
সূত্রে খবর রবিবার মুসা স্লোগান দিতে দিতে গোবিন্দ চন্দ্র দে (৪৫) নামে এক ওয়ার্ডারের ঘাড়ে পাথর দিয়ে ধাক্কা মারে। পরে ছুরি দিয়ে গলা কাটার চেষ্টা করে আশঙ্কাজনক অবস্থায় ওই ওয়ার্ডারকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
এদিন সকাল সাড়ে ছয়টার দিকে রুটিন চেক আপের জন্য মুসার ওয়ার্ডের দরজা খোলা হয়। এসময়ই মুসাকে নজরদারির দায়িত্বে থাকা গোবিন্দ চন্দ্র দে’এর ওপর হঠাৎ করেই ঝাঁপিয়ে পড়ে মুসা। প্রথমে পাথর দিয়ে তার মাথায় আঘাত এবং পরে ছুরি দিয়ে গলা কাটার চেষ্টা করে। ওয়ার্ডারের চিৎকার শুনে ছুটে আসে কারাগারের অন্য রক্ষীরাও। তারাই গোবিন্দকে রক্ষা করেন এবং ছুরিটি কেড়ে নেওয়া হয়। এরপর তাকে প্রথমে কলকাতার সরকারি এসএসকেএম হাসপাতালে পরে বেসরকারি হাসপাতাল ক্যালকাটা মেডিকেল রিসার্চ ইন্সিটিউট (সিএমআরআই)-এ স্থানান্তরিত করা হয়।
ছুরিটি কারাগারের ভিতরই তৈরি করা হয়েছিল বলে কারা কর্তৃপক্ষ সূত্রে খবর। এই ঘটনার পরই কারাগারে সেল পরিবর্তন করা হয়েছে মুসার। গোটা ঘটনার তদন্তে নেমেছে কারাগার কর্তৃপক্ষ। মুসার বিরুদ্ধে একটি এফআইআর-ও দায়ের করেছে পুলিশ।
এক শীর্ষ কারা কর্মকর্তা জানান আমরা পুরো বিষয়টির ওপর নজর রাখছি এবং নিশ্চিত হতে চাইছি যে এটা কোন দুর্ঘটনা না কি পূর্ব পরিকল্পিত হামলা।
পশ্চিমবঙ্গের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস জানান ‘ওই আসামি(মুসা) কারাগারের এক ওয়ার্ডের গলা কেটে হত্যার চেষ্টা করে। ওয়ার্ডার মারাত্মকভাবে আহত হয়েছেন। অপরাধের সময় মুসা জেহাদি স্লোগানও দিয়েছিল।
উল্লেখ্য গত বছরের ১ জুলাই ঢাকায় জঙ্গি হামলার তিন দিন পর ৪ জুলাই পশ্চিমবঙ্গের বর্ধমান রেল স্টেশনে বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার থেকে মুসা (২৫)-কে যৌথ ভাবে আটক করে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ ও পশ্চিমবঙ্গের গোয়েন্দা পুলিশ সিআইডি। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় একটি তরবারি, ছুরি, পিস্তল, ইম্প্রোভাইসড আগ্নেয়াস্ত্র, আইসিস নেতাদের বক্তব্য সম্বলিত নথি, আফগানিস্তান ও সিরিয়ার জাতীয় মুদ্রা।
বিডিপ্রতিদিন/ ০৩ নভেম্বর, ২০১৭/ ই জাহান