দিল্লি দখলের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেছেন ‘ওদের (বিজেপি) টার্গেট বাংলা কিন্তু আমরা বলবো পশ্চিমবঙ্গের টার্গেট দিল্লির লালকেল্লা।
সোমবার রাজ্যটির পুরুলিয়া জেলার শিমুলিয়ায় এক জনসভা থেকে দিল্লি দখলের ডাক দেন মমতা।
মমতা বলেন ‘কেউ কেউ বলে ওদের (বিজেপি) টার্গেট বাংলা। কিন্তু বাংলা নিজে কিছু চায় না, বাংলা চায় দেশ ভাল থাকুক। মানুষ ভাল থাকুক। আর সেজন্য আমাদের টার্গেট দিল্লির লালকেল্লা। চলো দিল্লি চলো, লালকেল্লা চলো। এটা নেতাজী সুভাষ চন্দ্রের স্লোগান। আমরা এটায় বিশ্বাস করি। তাই আগামী দিন বাংলাই বাংলা জয় করবে, দেশ জয় করবে, বিশ্ব জয় করবে। বাংলা নিজে কিছু নেবে না, সবার পাশে দাঁড়াবে, সবাইকে নিয়ে লড়াই করবে, সবাইকে নিয়ে গড়বে, সবাইকে নিয়ে দেখাবে যে বাংলা যা পারে তা কেউ পারে না’।
দীর্ঘ ২৫ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে বিজেপি ভারতের ত্রিপুরা রাজ্যের শাসন ক্ষমতা দখল করার পরই শনিবার দলটির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ পশ্চিমবঙ্গ, কেরল এবং ওড়িষ্যা জয়ের ডাক দেন। তিনি বলেন ‘এই তিনটি রাজ্য আজ কিংবা কাল আমরা দখল করবই। আর একবার এই তিন রাজ্যে হাতে এলে সেটাই হবে বিজেপির স্বর্ণযুগ’। অমিত শাহের সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই এদিন মমতার এই পাল্টা জবাব।
মমতা ব্যানার্জি বলেন ‘সারা ভারতের মধ্যে এই বাংলাতেই দুই রুপি কেজি দরে চাল দেওয়া হয়। বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা দেওয়া হয়-অন্য কোথাও হয় না। আগে এটা করে দেখাও তার পর বাংলার দিকে তাকাও’।
সদ্য শেষ হওয়া ত্রিপুরা রাজ্যে বিধানসভার নির্বাচনে কেন্দ্রের শাসক দলের জয় নিয়েও কটাক্ষ করেন মমতা। বিজেপি’র নাম না করেই মমতার অভিযোগ রুপি ছড়িয়েই তারা নির্বাচন জিতেছে। তিনি বলেন ‘মানুষ তৈরি করা আমাদের কাজ। দাঙ্গা করা আমাদের কাজ নয়। কিন্তু গরীব মানুষের ব্যাঙ্কের রুপি লুট করবে আর সেই রুপি দিয়ে নির্বাচনে জেতে বাজিমাত করে বেড়াবে-দুটো একসাথে চলতে পারে না। মানুষ কখনও ইজ্জত বিক্রি করে না। গরীব মানুষ হওয়াটা অপরাধ নয়, কিন্তু গরীব মানুষকে কেউ যদি রুপি দিয়ে কেনার চেষ্টা করে সেটা অপরাধ, দাঙ্গা করে কেনার চেষ্টা করে সেটা অপরাধ’।
বিডিপ্রতিদিন/ ০৬ মার্চ, ২০১৮/ ই জাহান