করোনা সংক্রমণ ঠেকাতে ভারত জুড়ে লকডাউন চলছে। ফলে গোটা দেশ এখন গৃহবন্দী। এই পরিস্থিতি মোকাবিলার জন্য বারবার অনুরোধ করা হয়েছে প্রশাসনের নির্দেশ মেনে ঘরে থাকার জন্য।
এই সংকটময় পরিস্থিতি মোকাবিলার জন্য এবং গরিব দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ত্রাণ তহবিল গঠন করেছেন। সবাইকে অনুরোধ জানানো হয়েছে এই সংকটময় পরিস্থিতির জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে।
এই অনুরোধে সাড়া দিয়ে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এবার রাজ্যের খারাপ সময়ে রাজ্যের পাশে এসে দাঁড়িয়েছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।
করোনা মোকাবিলায় তিনি নিজের ছয় মাসের পেনশন দান করলেন রাজ্যের রিলিফ ফান্ডে। এই বিষয়ে কোন প্রতিক্রিয়া ব্যক্ত করেননি তিনি এবং তার পরিবার।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন