১৬ মে, ২০২১ ০৯:৪০

পশ্চিমবঙ্গে লকডাউন চলছে

অনলাইন ডেস্ক

পশ্চিমবঙ্গে লকডাউন চলছে

ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গে আজ রবিবার থেকে ১৫ দিনের লকডাউন চলছে। এই লকডাউনে সব ধরনের সাংস্কৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।  

লকডাউনে সরকারি বেসরকারি সব অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। লকডাউনে সব ধরনের অনুষ্ঠানও বন্ধ থাকবে বলে জানান হয়েছে।

বাস, মেট্রো এবং ফেরিও বন্ধ থাকবে। তবে মুদি এবং নিত্যপ্রয়োজনীয় দোকানপাট সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। এছাড়াও রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না।

উল্লেখ্য, ভারতে করোনায় এখন পর্যন্ত মারা গেছে ৪ হাজার ৯০ জন। মোট প্রাণহানি দুই লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। একদিনে শনাক্ত তিন লাখ ১০ হাজারের বেশি। এ নিয়ে করোনাভাইরাসে মোট শনাক্ত দুই কোটি ৪৬ লাখ ছাড়ালো। 

 

বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর