গেল বিধানসভা নির্বাচনের টিকিট না পেয়ে ‘অভিমানে’ দলত্যাগ করেছিলেন তৃণমূলের এককালের ‘বিশ্বস্ত সৈনিক’ সোনালি গুহ। যোগ দিয়েছিলেন বিজেপিতে, কিন্তু সেখানে টিকিট মেলেনি। এখন আবার উল্টো সুর সেই সোনালির মুখে। তিনি বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন। খবর সংবাদ প্রতিদিনের।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে ক্ষমা চেয়ে টুইটারে লিখেছেন, ‘আমার প্রণাম নেবেন। আমি সোনালি গুহ, অত্যন্ত ভাঙা হৃদয়ে বলছি যে আমি আবেগপূর্ণ হয়ে চরম অভিমানে ভুল সিদ্ধান্ত নিয়ে অন্য দলে গিয়েছিলাম। যেটা ছিল আমার চরম ভুল সিদ্ধান্ত। কিন্তু সেখানে নিজেকে মানিয়ে নিতে পারিনি।’
সোনালি জানান, ‘মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, তেমনই আমি আপনাকে ছাড়া বাঁচতে পারব না। দিদি আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আপনি ক্ষমা না করলে আমি বাঁচব না। আপনার আঁচলের তলে আমাকে টেনে নিয়ে, বাকি জীবনটা আপনার স্নেহতলে থাকার সুযোগ দিন।
বিডি-প্রতিদিন/শফিক