কলকাতায় হোটেলে এক বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালের দিকে দক্ষিণ কলকাতার তিলজলা রোডে অবস্থিত ‘হোটেল সাদ’র একটি রুমে তার মৃত্যু হয়।
হোটেলের রেজিস্ট্রার দেখে জানা গেছে, মৃত ব্যক্তি বাংলাদেশের নাগরিক। তিনি উত্তর ঢাকার বাসিন্দা। ৫৩ বছর বয়সী ওই ব্যক্তির নাম তানভীর নঈম। বাবার নাম সিদ্দিকুর রহমান।
পুলিশ সূত্রে খবর, নিজের চিকিৎসার জন্য গত ২৮ এপ্রিল বাংলাদেশ থেকে কলকাতায় আসেন তানভীর। এরপর থেকে ওই হোটেলে অবস্থান করছিলেন তিনি। প্রতিদিন সকালেই তিনি হোটেল থেকে বাইরে বেরিয়ে যেতেন। কিন্তু এদিন বেলা ১১টা বেজে গেলেও তার ঘরের ভেতর থেকে কোনো সারা-শব্দ পাওয়া যাচ্ছিল না, রুমের দরজাও ভেতর থেকে বন্ধ ছিল। তা দেখেই সন্দেহ হয় হোটেল কর্মচারীদের।
এরপরই বিষয়টি জানানো হয় হোটেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। পরে খবর দেওয়া হয় কড়েয়া থানায়। সাথে সাথেই কড়েয়া থানার পুলিশ ছুটে এসে দরজা ভেঙে দেখতে পায় রুমের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন তানভীর নঈম। এরপরই তাকে উদ্ধার করে স্থানীয় চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা দুপুর ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের পক্ষ থেকে পুরো বিষয়টি জানিয়ে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনকে অবগত করা হয়েছে। এমনকি ঢাকায় মৃতের পরিবারের সাথেও কলকাতা পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে, তানভীর নঈমের মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করতে তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাংলাদেশি নাগরিকের মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কড়েয়া থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হোটেলের সকল কর্মকর্তা ও কর্মচারীকেও।
বিডি প্রতিদিন/এমআই