১১ সেপ্টেম্বর, ২০২১ ০৩:১৪

নেই কোনো বাড়ি-গাড়ি, হলফনামায় জানালেন মমতা

অনলাইন ডেস্ক

নেই কোনো বাড়ি-গাড়ি, হলফনামায় জানালেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গের ভবানীপুর উপ-নির্বাচনে তৃণমূলের প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। সঙ্গে হলফনামাও। সেখানে নিজের যাবতীয় সম্পত্তি এবং আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেছেন মমতা। 

হলফনামা অনুযায়ী, গত আর্থিক বছরের তুলনায় এই আর্থিক বছরে তার পাঁচ লাখ টাকা আয় বেড়েছে। ২০১৯-২০ অর্থবর্ষে তৃণমূল প্রার্থীর আয় ছিল ১০ লাখ ৩৪ হাজার ৩৭০ টাকা। ২০২০-২১ অর্থবর্ষে তা বেড়ে দাঁড়ায় ১৫ লাখ ৪৭ হাজার ৮৪৫ টাকা। আবার ২০১৬ সালের বিধানসভা ভোটের আগের হলফনামা অনুসারে, তখন মুখ্যমন্ত্রীর আয় ছিল ৯ লাখ ১৮ হাজার ৩০০ টাকা।

এখন মমতার ব্যাংকে জমা রয়েছে ১৩ লাখ ১১ হাজার ৫১২ টাকা। তার অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৫ লাখ ৩৮ হাজার ২৯ টাকা। ওই সম্পত্তির মধ্যেই রয়েছে ৯ গ্রাম ৭০০ মিলিগ্রাম অলঙ্কার। সব মিলিয়ে এই সম্পদই রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর।

এছাড়া মমতার নামে কোনো বাড়ি, গাড়ি, চাষযোগ্য জমি এবং পৈতৃক সম্পত্তি নেই। আবার তার নামে কোনো বকেয়া কর বা ঋণও নেই বলে উল্লেখ করা হয় হলফনামায়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর