পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিধানসভা কেন্দ্র ভবানীপুরে জোড়া খুনের ঘটনা ঘটেছে। সোমবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভবানীপুরে ৭৩/এ হরিশ পার্ক রোডের একটি আবাসন থেকে উদ্ধার হয়েছে এক গুজরাটি দম্পতির লাশ। পুলিশ জানিয়েছে, নিহত দম্পতি অশোক শাহ ও রশ্মিতা এ শাহ। তাদের উভয়ের শরীরেই ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন মিলেছে।
পুলিশ সূত্রের খবর, মৃত দম্পতির বাড়ির দরজা খোলা ছিল এবং বাড়িতে টিভি চলছিল। বাইরে থেকেও শেয়ার ব্যবসার সাথে যুক্ত অশোক বাবুর তিন মেয়ের মধ্যে ছোট মেয়ে বাবা মায়ের সাথে থাকতেন। বাকি দুইজন বাইরে থাকেন। এদিন খুনের সময় ওই মেয়ে বাড়িতে ছিলেন না।
রাতে মেয়ে বাড়িতে ফিরেই দেখে বাইরে থেকে দরজা খোলা। বাড়ির ভিতরে ঢুকতেই নজরে আসে বাবা মায়ের রক্তাক্ত জোড়া লাশ। এরপরই খবর দেওয়া হয় ভবানীপুর থানায়। ধারণা করা হচ্ছে, ফ্ল্যাটের মধ্যে আলমারির দরজা খোলা ছিল। সেক্ষেত্রে লুঠে বাধা পেয়েই ওই দম্পতিকে খুন করা হতে পারে।
খুনের ঘটনা জানতে পেরেই উত্তরবঙ্গ সফরে অবস্থানরত মমতা ব্যানার্জি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে এই ঘটনায় অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করা ও তাদের গ্রেফতার করার নির্দেশ দেন। আর মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় কলকাতার পুলিশ কমিশনার ও এসটিএফ এর তদন্তকারী কর্মকর্তারা।
ঘটনার গুরুত্ব অনুধাবন করে সেখানে পৌঁছন স্থানীয় কাউন্সিলর কাজরি ব্যানার্জি (মমতার ভাই বউ), রাজ্যের পরিবহন ও আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম প্রমুখ। ঘটনার পর পুলিশ কুকুর দিয়ে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালায়, ঘটনাস্থলে পৌঁছয় ফরেনসিক বিশেষজ্ঞ।
ইতিমধ্যেই ময়না তদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে এস. এস. কে. এম হাসপাতালে। পুলিশ সূত্রে অপরাধীদের সন্ধানে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। এরই মধ্যে দু’জন সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক