সামাজিক যোগাযোগমাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে উদ্দেশ করে অশালীন মন্তব্যের জেরে গ্রেফতার ‘স্বঘোষিত কবি’ ইউটিউবার রোদ্দুর রায় এবার মুখ খুললেন আদালতে। আজ বৃহস্পতিবার তাকে ছয়দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
পুলিশ হেফাজতে যাওয়ার আগে রোদ্দুর বলেন, ‘আই অ্যাম নট অ্যা ক্রিমিনাল। আমি ক্রিমিনাল নই।’ গোয়া থেকে গ্রেফতারের পর বুধবার রাতে কলকাতা বিমানবন্দরে পুলিশ যখন তাকে নিয়ে আসে তখনও একেবারে নির্বিকার ছিলেন রোদ্দুর।
শুনানিপর্ব শেষে কোর্টের ভিতর থেকে বেরিয়ে আসা রোদ্দূরের কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, তিনি কি কিছু বলতে চান? জবাবে চেনা ছন্দেই আঙুল তুলে রোদ্দুর বলেন, ‘শিল্প এবং রাজনীতিকে গুলিয়ে ফেলা হচ্ছে।’
এদিন আদালত চত্বরে উপচে পড়ছিল বহু মানুষের ভিড়। আইনজীবী থেকে আদালতের কর্মী, সাধারণ মানুষ থেকে গণমাধ্যমকর্মী সকলেই একবার রোদ্দুর রায়কে দেখার অপেক্ষায় কলকাতার ব্যাঙ্কশাল কোর্ট চত্ত্বরে ভিড় করেন।
উল্লেখ্য, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে মুখ্যমন্ত্রী মমতার উদ্দেশ্যে অকথ্য ভাষা ব্যবহার করে রোদ্দুর রায়। এরপরই কলকাতার একাধিক থানায় তার বিরুদ্ধে অনেক অভিযোগ জমা পড়ে। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয় রোদ্দুর রায়ের বিরুদ্ধে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা ও জি নিউজ।
বিডি-প্রতিদিন/শফিক