করোনার কারণে প্রায় দু’বছর তিন মাস বন্ধ থাকার পর ফের চালু হয়েছে বাংলাদেশ ও কলকাতার মধ্যে সরাসরি আন্তর্জাতিক বাস পরিষেবা।
২০২০ সালের ২০ মার্চ করোনার কারণে এই আন্তর্জাতিক বাস পরিষেবা বন্ধ হয়ে যায় । আজ শুক্রবার ফের চালু হওয়ায় খুশি যাত্রী থেকে বাস পরিষেবার সঙ্গে যুক্ত সদস্যরা।
বাংলাদেশের ঢাকার কমলাপুর থেকে শুক্রবার সকাল সাতটার সময় বাসটি ছাড়া হয়। বাসটি সরাসরি পৌঁছবে কলকাতার সল্টলেক করুণাময়ীতে।
আজ শুক্রবার বিকেলে বাসটি পেট্রাপোলে আসার পর এই বাস পরিষেবার সাথে যুক্ত ভারতীয় কর্মীরা স্বাগত জানায়।
বাংলাদেশের বাস পরিষেবার সঙ্গে যুক্ত অতিথি ও প্রশাসনিক কর্মকর্তাদের পাশাপাশি ভারতের আধিকারিকদেরও মিষ্টিমুখ করানো হয়।
সরাসরি ঢাকা থেকে কলকাতা বাস পরিষেবা চালু হওয়ায় খুশি যাত্রীরা। তবে যাত্রীদের কিছু দাবি-দাওয়াও আছে।
যাত্রীরা বলেন, সরাসরি ঢাকা থেকে কলকাতায় যাওয়ার মধ্যে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে বাসটি প্যাসেঞ্জার ওঠা-নামার সুবিধা থাকলে খুবই উপকৃত হয়।
বিডি প্রতিদিন/নাজমুল