ভারতের পশ্চিমবঙ্গে সরকারি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আচার্য করার বিল পাস হয়েছে। সোমবার বিধানসভার অধিবেশনে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি সংশোধনী বিল-২০২২’ উত্থাপিত হয়। বিলের পক্ষে ভোট পড়ে ১৮২টি, বিপক্ষে ভোট পড়ে ৪০টি।
বর্তমানে রাজ্যের গভর্নর বা রাজ্যপাল সব সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য। রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতার বনিবনা না থাকায় রাজ্য চালানোর স্বার্থে রাজ্য সরকার রাজ্যপালকে সরিয়ে ওই পদে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বসানোর সিদ্ধান্ত নেয়।
ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিধানসভার ভোটাভুটির পর বিজেপি ভোট কারচুপির অভিযোগ তুলেছে। দাবি করেছে, তাদের দলের ৫৭ জন বিধায়ক ভোট প্রদান করলেও ভোট পড়েছে ৪০ জনের। এই ভোটে কারচুপির অভিযোগ এনে শিগগিরই বিজেপি আদালতে যাবে।
গত ২৬ মে রাজ্যের মুখ্যমন্ত্রীকে সব সরকারি বিশ্ববিদ্যালয়ে আচার্য পদে নিয়োগের সিদ্ধান্ত হয়।
পশ্চিমবঙ্গে সরকারি ৩৩টি বিশ্ববিদ্যালয় রয়েছে। আর বিভিন্ন ক্যাটাগরির বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৩ হাজার ২৫৯।
বিডিপ্রতিদিন/কবিরুল