১৮ জুন, ২০২২ ১৩:৪২

পেট্রাপোল আইসিপি-তে পণ্য বোঝাই গাড়িতে আগুন, ক্ষতিগ্রস্ত তিনটি ট্রাক

কলকাতা প্রতিনিধি

পেট্রাপোল আইসিপি-তে পণ্য বোঝাই গাড়িতে আগুন, ক্ষতিগ্রস্ত তিনটি ট্রাক

ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পেট্রাপোল সুসংহত চেকপোস্ট (আইসিপি)-র ট্রাক টার্মিনালে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লেগে তিনটি গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে এবং একটি গাড়ির আংশিক ক্ষতি হয়েছে। 

প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার ভোর রাতে আইসিপির ট্রাক টার্মিনালে দাঁড়িয়ে থাকা লরি থেকে ধোঁয়া দেখতে পান কয়েকজন। তড়িঘড়ি সেখানে ছুটে যান প্রশাসনের কর্মকর্তারা। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিস প্রায় আড়াই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে পেট্রাপোল ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, দাঁড়িয়ে থাকা ব্লিচিং পাউডারের ট্রাক থেকে প্রথমে আগুন লাগে। পরে সে আগুন পার্শ্ববর্তী আরো দুটি গাড়িতে ছড়িয়ে পড়ে। ফলে তিনটি গাড়ির সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রশাসনের তৎপরতা খুবই প্রশংসনীয় ছিল। তা না হলে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর