ভারতের আসামে বন্যা পরিস্থিতির বিন্দুমাত্র উন্নতি হয়নি। গত ২৪ ঘণ্টায় তিন শিশুসহ মৃত্যু হয়েছে আরও আট জনের। এর ফলে এপ্রিল মাস থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৫৯।
সূত্রের খবর, ১৫৯ জনের মধ্যে ১৪১ জনের মৃত্যু হয়েছে বন্যার কারণে। বাকি ১৮ জনের মৃত্যুর কারণ ধস। এই রাজ্যের ২৫টি জেলার ২৬০৮টি গ্রামের ৩০ লাখ মানুষ এখনও এই ভয়াবহ বন্যার বলে ক্ষতিগ্রস্ত।
বন্যা পরিস্থিতিড় পাশাপাশি এখন বড় সঙ্কট হিসেবে দেখা দিয়েছে খাদ্য এবং খাবার পানির অভাব। এখনও বাড়িঘর পানিতে প্লাবিত। কেন্দ্রীয় সরকারের নানাবিধ প্রচেষ্টা সত্ত্বেও বহু জায়গায় ঠিক করে ত্রাণ পৌঁছচ্ছে না। খাবার, পানি ছাড়া বানভাসি কাটাতে হচ্ছে দিনের পর দিন। এছাড়া সবাইকে ত্রাণশিবিরেও আনা যায়নি।
সূত্র- আজকাল।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ