৮ জুন, ২০২৩ ১২:৫১

মোদিকে আম পাঠাচ্ছেন মমতা

দীপক দেবনাথ, কলকাতা

মোদিকে আম পাঠাচ্ছেন মমতা

বিভিন্ন প্রকল্প বাবদ বকেয়া অর্থ পাওনা, ইডি, সিবিআই'র মতো কেন্দ্রীয় এজেন্সির অভিযানসহ একাধিক ইস্যুতে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের ঠোকাঠুকি লেগেই আছে। মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। 

তার ওপর সাম্প্রতিক করমন্ডল এক্সপ্রেসে দুর্ঘটনা নিয়েও মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন  মমতা। তার অভিযোগ রেলের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা। এমনকি এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরই মমতার বক্তব্য ছিল 'এটা সত্য ঘটনা চেপে রাখার সময় নয়।'

এমন এক আবহের মধ্যেই সৌজন্যের নজির গড়তে চলেছেন মমতা। তিক্ততা, রাজনৈতিক মতবিরোধ ভুলেই মোদিকে আম পাঠাচ্ছেন মমতা। তবে এবারই প্রথম নয়, গত কয়েক বছর ধরেই প্রধানমন্ত্রীকে আম পাঠিয়ে আসছেন বাংলার মুখ্যমন্ত্রী। 

সূত্রের খবর বলছে, হিমসাগর, ফজলি, লক্ষ্মণসাগরসহ চার কিলোগ্রাম আম পাঠানো হচ্ছে। ইতিমধ্যেই তার যাবতীয় প্রক্রিয়া শেষ। সুন্দর বাক্সে তা প্যাকেটজাত করা হয়েছে। বাক্সের ওপর ট্যাগ লাইন হিসাবে লেখা রয়েছে ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফে শুভেচ্ছা।’ 

সূত্রের খবর, দুই একদিনের মধ্যেই সেই আমার প্যাকেট পৌঁছে যাবে মোদির দিল্লির ৭, লোক কল্যাণ মার্গের সরকারি বাসভবনে। ঠিক একই আমের প্যাকেট পাঠানো হচ্ছে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ার কাছেও। 

এনিয়ে ক্ষমতাসীন দল তৃণমূলের এক নেতার কটাক্ষ সাম্প্রতিক একাধিক ঘটনা নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন মমতা। এবার দেখার আম কূটনীতি কেন্দ্র-রাজ্য সরকারের মধ্যে কোন উষ্ণ সম্পর্ক তৈরি করতে পারে কি না। 

সাম্প্রতিক কালে আম কূটনীতি করতে দেখা করতে দেখা গেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও। দুই বছর আগেই মমতা-মোদির পাশাপাশি ত্রিপুরা ও অসমের মুখ্যমন্ত্রীদেরও স্বুস্বাধু আম উপহার পাঠিয়েছিলেন হাসিনা। 

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর