শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

টেকনাফ-উখিয়া থেকে ফেরত শতাধিক রোহিঙ্গা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ ও উখিয়া থেকে শতাধিক রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত নাফ নদের শূন্যরেখায় রোহিঙ্গাবাহী তিনটি নৌকা ও উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টার সময় ৭৪ রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়। কক্সবাজার ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, ভোর রাত থেকে সকাল ৭টা পর্যন্ত উখিয়ার বিভিন্ন পয়েন্ট দিয়ে ৭৪ জন রোহিঙ্গাকে স্বদেশে ফেরত পাঠিয়েছেন বিজিবি সদস্যরা। এদের মধ্যে ১৩ জন পুরুষ, ২৪ জন নারী ও ৩৯ জন শিশু ছিলেন। এরা মিয়ানমার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করছিল। তিনি উল্লেখ করেন, এ নিয়ে চলতি মাসের ৩০ ডিসেম্বর পর্যন্ত ৪১৯ জন নারী, পুরুষ ও শিশুকে মিয়ানমারে ফেরত পাঠানো হলো। এদিকে বিজিবি টেকনাফের ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, নাফ নদের একটি পয়েন্ট দিয়ে গতকাল ভোরে রোহিঙ্গাবাহী  তিনটি নৌকা অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় জলসীমার শূন্যরেখায় এদের ফেরত পাঠানো হয়। প্রতিটি নৌকায় ১০ থেকে ১২ জন রোহিঙ্গা ছিল। সে হিসাবে ওই নৌকায় ৩৬ জন রোহিঙ্গা ছিল বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে ডিসেম্বরের ৩০ তারিখ পর্যন্ত টেকনাফের নাফ নদের জলসীমানায় অনুপ্রবেশের চেষ্টার সময় রোহিঙ্গাবাহী ২৩২টি নৌকা ফেরত পাঠানো হলো।

 

সর্বশেষ খবর