দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতিবাজরা যত শক্তিশালীই হোক না কেন কেউ ছাড় পাবে না। দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়তে দুর্নীতিবাজদের আইনের আওতায় নিয়ে আসার বিকল্প নেই। গতকাল দুপুরে রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্রছাত্রীদের মধ্যে দুর্নীতি প্রতিরোধে উদ্বুদ্ধকরণ সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন, আমরা জনগণকে দেখাতে চাই, সবাইকে বলতে চাই আইনের ঊর্ধ্বে এদেশে কেউ নেই। তিনি বলেন, কমিশন কাউকে গ্রেফতারের জন্য বলে না। তদন্ত কর্মকর্তা যদি মনে করে গ্রেফতার করতে হবে, তখন তারা গ্রেফতার করে। দুদক চেয়ারম্যান বলেন, কারও বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত বিত্তবৈভবের অভিযোগ থাকলে তাকে স্বপ্রণোদিত হয়ে এবং স্বইচ্ছায় আইনের কাছে যেতে হবে। কমিশন কাউকে ধরতে চায় না। কিন্তু দুর্নীতি করবেন অথচ আইনকে মান্য করবেন না তা হবে না। তিনি বলেন, দুর্নীতি নিয়ন্ত্রণ করা তখনই সম্ভব, যখন পর্যন্ত আমি-আপনি পরিচ্ছন্ন না হব। এর আগে উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, সত্যিকারের মানুষ হতে হলে মান থাকতে হবে, হুশ থাকতে হবে। যার মান ও হুশ নেই সে মানুষ নয়। দুর্নীতি প্রতিরোধে ছাত্রছাত্রীদের শপথ পাঠ করান দুদক চেয়ারম্যান। তিনি ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন। দুদক সমন্বিত রংপুর জেলা আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় এমপি এইচ এন আশিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) শামসুল আরেফিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সুলতানা পারভীন, রংপুর দুদকের উপপরিচালক মোজাহার আলী সরদার প্রমুখ।
শিরোনাম
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী
- ২০২৪ সালে যক্ষ্মায় মারা গেছে ১২ লাখ ৩০ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আটক ৬১৫ অভিবাসীকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের
- বান্দরবানের লামায় মশাল মিছিল, গ্রেপ্তার ১
- সংবিধান সংশোধন করে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ালো পাকিস্তান
- নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু উৎসব
- জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের সব ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ
- সিলেটে প্রভাব নেই লকডাউনের
- আইরিশদের বিপক্ষে ইনিংস জয়ের পথে টাইগাররা
- চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৭৭ পরিবারের মাঝে ছাগল বিতরণ
- ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন জার্মানির
- মানুষ নেই, এআই দিয়ে লকডাউন পালন করছে আওয়ামী লীগ : এ্যানি
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৩ নেতা-কর্মী গ্রেপ্তার
দুর্নীতিবাজরা যত শক্তিশালীই হোক ছাড় পাবে না
——— দুদক চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক, রংপুর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর