দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতিবাজরা যত শক্তিশালীই হোক না কেন কেউ ছাড় পাবে না। দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়তে দুর্নীতিবাজদের আইনের আওতায় নিয়ে আসার বিকল্প নেই। গতকাল দুপুরে রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্রছাত্রীদের মধ্যে দুর্নীতি প্রতিরোধে উদ্বুদ্ধকরণ সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন, আমরা জনগণকে দেখাতে চাই, সবাইকে বলতে চাই আইনের ঊর্ধ্বে এদেশে কেউ নেই। তিনি বলেন, কমিশন কাউকে গ্রেফতারের জন্য বলে না। তদন্ত কর্মকর্তা যদি মনে করে গ্রেফতার করতে হবে, তখন তারা গ্রেফতার করে। দুদক চেয়ারম্যান বলেন, কারও বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত বিত্তবৈভবের অভিযোগ থাকলে তাকে স্বপ্রণোদিত হয়ে এবং স্বইচ্ছায় আইনের কাছে যেতে হবে। কমিশন কাউকে ধরতে চায় না। কিন্তু দুর্নীতি করবেন অথচ আইনকে মান্য করবেন না তা হবে না। তিনি বলেন, দুর্নীতি নিয়ন্ত্রণ করা তখনই সম্ভব, যখন পর্যন্ত আমি-আপনি পরিচ্ছন্ন না হব। এর আগে উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, সত্যিকারের মানুষ হতে হলে মান থাকতে হবে, হুশ থাকতে হবে। যার মান ও হুশ নেই সে মানুষ নয়। দুর্নীতি প্রতিরোধে ছাত্রছাত্রীদের শপথ পাঠ করান দুদক চেয়ারম্যান। তিনি ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন। দুদক সমন্বিত রংপুর জেলা আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় এমপি এইচ এন আশিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) শামসুল আরেফিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সুলতানা পারভীন, রংপুর দুদকের উপপরিচালক মোজাহার আলী সরদার প্রমুখ।
শিরোনাম
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
দুর্নীতিবাজরা যত শক্তিশালীই হোক ছাড় পাবে না
——— দুদক চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক, রংপুর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর