দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতিবাজরা যত শক্তিশালীই হোক না কেন কেউ ছাড় পাবে না। দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়তে দুর্নীতিবাজদের আইনের আওতায় নিয়ে আসার বিকল্প নেই। গতকাল দুপুরে রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্রছাত্রীদের মধ্যে দুর্নীতি প্রতিরোধে উদ্বুদ্ধকরণ সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন, আমরা জনগণকে দেখাতে চাই, সবাইকে বলতে চাই আইনের ঊর্ধ্বে এদেশে কেউ নেই। তিনি বলেন, কমিশন কাউকে গ্রেফতারের জন্য বলে না। তদন্ত কর্মকর্তা যদি মনে করে গ্রেফতার করতে হবে, তখন তারা গ্রেফতার করে। দুদক চেয়ারম্যান বলেন, কারও বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত বিত্তবৈভবের অভিযোগ থাকলে তাকে স্বপ্রণোদিত হয়ে এবং স্বইচ্ছায় আইনের কাছে যেতে হবে। কমিশন কাউকে ধরতে চায় না। কিন্তু দুর্নীতি করবেন অথচ আইনকে মান্য করবেন না তা হবে না। তিনি বলেন, দুর্নীতি নিয়ন্ত্রণ করা তখনই সম্ভব, যখন পর্যন্ত আমি-আপনি পরিচ্ছন্ন না হব। এর আগে উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, সত্যিকারের মানুষ হতে হলে মান থাকতে হবে, হুশ থাকতে হবে। যার মান ও হুশ নেই সে মানুষ নয়। দুর্নীতি প্রতিরোধে ছাত্রছাত্রীদের শপথ পাঠ করান দুদক চেয়ারম্যান। তিনি ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন। দুদক সমন্বিত রংপুর জেলা আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় এমপি এইচ এন আশিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) শামসুল আরেফিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সুলতানা পারভীন, রংপুর দুদকের উপপরিচালক মোজাহার আলী সরদার প্রমুখ।
শিরোনাম
- স্যার জন উইলসন স্কুলের ৩০ বছর পূর্তি উদযাপন
- নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সবাই সমান অধিকার পাবে : প্রধান উপদেষ্টা
- ভারতে নারীদের ক্যান্সারের প্রকোপ বেশি, মৃত্যুহার বেশি পুরুষের
- ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন প্রধান উপদেষ্টার
- চাকসু নির্বাচন ঘিরে উৎসবমুখর চবি, দ্বিতীয় দিনে মনোনয়ন নিলেন ১৪১ প্রার্থী
- দশ বছর ধরে ছাদে পাখিদের আপ্যায়ন
- ‘ওজোনস্তর রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য’
- মানিকগঞ্জে এবার ৫৫৩ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
- চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন স্বাস্থ্য উপদেষ্টা
- উজানে বৃষ্টিপাত, সিলেটে বাড়ছে নদীর পানি
- চাঁদপুরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
- প্যারিসে জমকালো আয়োজনে শুরু টেক্সটাইল সোর্সিং মেলা ২০২৫
- খুলনায় চুরি হওয়া নবজাতক ৬ ঘণ্টা পর উদ্ধার
- কুমিল্লায় চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ, ৮ শ্রমিক কারাগারে
- পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে: চসিক মেয়র
- নারায়ণগঞ্জে ৬ কারখানার বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- ইসরায়েল আর কোনো হামলা চালাবে না কাতারে : ট্রাম্প
- এনবিআরে ১৮২ জনের দপ্তর বদল, বাধ্যতামূলক অবসর ও বরখাস্ত ২
- কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানাল বাংলাদেশ
- ফের ভেনেজুয়েলার কথিত ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩
দুর্নীতিবাজরা যত শক্তিশালীই হোক ছাড় পাবে না
——— দুদক চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক, রংপুর
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর