দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতিবাজরা যত শক্তিশালীই হোক না কেন কেউ ছাড় পাবে না। দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়তে দুর্নীতিবাজদের আইনের আওতায় নিয়ে আসার বিকল্প নেই। গতকাল দুপুরে রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্রছাত্রীদের মধ্যে দুর্নীতি প্রতিরোধে উদ্বুদ্ধকরণ সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন, আমরা জনগণকে দেখাতে চাই, সবাইকে বলতে চাই আইনের ঊর্ধ্বে এদেশে কেউ নেই। তিনি বলেন, কমিশন কাউকে গ্রেফতারের জন্য বলে না। তদন্ত কর্মকর্তা যদি মনে করে গ্রেফতার করতে হবে, তখন তারা গ্রেফতার করে। দুদক চেয়ারম্যান বলেন, কারও বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত বিত্তবৈভবের অভিযোগ থাকলে তাকে স্বপ্রণোদিত হয়ে এবং স্বইচ্ছায় আইনের কাছে যেতে হবে। কমিশন কাউকে ধরতে চায় না। কিন্তু দুর্নীতি করবেন অথচ আইনকে মান্য করবেন না তা হবে না। তিনি বলেন, দুর্নীতি নিয়ন্ত্রণ করা তখনই সম্ভব, যখন পর্যন্ত আমি-আপনি পরিচ্ছন্ন না হব। এর আগে উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, সত্যিকারের মানুষ হতে হলে মান থাকতে হবে, হুশ থাকতে হবে। যার মান ও হুশ নেই সে মানুষ নয়। দুর্নীতি প্রতিরোধে ছাত্রছাত্রীদের শপথ পাঠ করান দুদক চেয়ারম্যান। তিনি ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন। দুদক সমন্বিত রংপুর জেলা আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় এমপি এইচ এন আশিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) শামসুল আরেফিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সুলতানা পারভীন, রংপুর দুদকের উপপরিচালক মোজাহার আলী সরদার প্রমুখ।
শিরোনাম
- ৯ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
- অতিরিক্ত দুই জজের বাংলোতে দুঃসাহসিক চুরি, আটক ৪
- স্ত্রীসহ সাংবাদিক সুভাষ সিংহের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- আগস্টে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে ব্যয় বছর ব্যবধানে ১৯ শতাংশ বেড়েছে
- প্রতিরক্ষা জোরদারে ৮৮৫০ তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেবে সরকার
- ফের খুলে দেওয়া হচ্ছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত
- মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির, সম্পাদক শামীম
- স্বাধীন দেশে আমরা ছিলাম পরাধীন: ফয়জুল করীম
- সীমান্ত অতিক্রম, উত্তর কোরীয় সৈন্যকে আটক সিউলের
- ৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি
- জুবায়েদ হত্যার প্রতিবাদে দিনাজপুর সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ
- অস্ট্রেলিয়ার বিমানকে ধাওয়া দিল চীনা যুদ্ধবিমান
- অগ্নিকাণ্ড-বিশৃঙ্খলা ফেব্রুয়ারির নির্বাচনে কোনো বাধা হবে না : রিজভী
- মোংলায় মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধু ফাদার রিগনের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত
- দেশ থেকে দুর্নীতিকে বিতাড়িত করতে চাই: রেজাউল করিম
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানি বাড়িয়ে পুনঃনির্ধারণ
- ৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন
- স্বপ্ন দেখতেই থাকুন, পরমাণু স্থাপনা ধ্বংসের দাবি নিয়ে ট্রাম্পকে খোঁচা খামেনির
- ছাত্রনেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে মাগুরায় ছাত্রদলের বিক্ষোভ
- যাদের মুখে নির্বাচনের পরিবেশ নাই, তাদের মতবল ভিন্ন : প্রিন্স
দুর্নীতিবাজরা যত শক্তিশালীই হোক ছাড় পাবে না
——— দুদক চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক, রংপুর
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর