দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতিবাজরা যত শক্তিশালীই হোক না কেন কেউ ছাড় পাবে না। দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়তে দুর্নীতিবাজদের আইনের আওতায় নিয়ে আসার বিকল্প নেই। গতকাল দুপুরে রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্রছাত্রীদের মধ্যে দুর্নীতি প্রতিরোধে উদ্বুদ্ধকরণ সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন, আমরা জনগণকে দেখাতে চাই, সবাইকে বলতে চাই আইনের ঊর্ধ্বে এদেশে কেউ নেই। তিনি বলেন, কমিশন কাউকে গ্রেফতারের জন্য বলে না। তদন্ত কর্মকর্তা যদি মনে করে গ্রেফতার করতে হবে, তখন তারা গ্রেফতার করে। দুদক চেয়ারম্যান বলেন, কারও বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত বিত্তবৈভবের অভিযোগ থাকলে তাকে স্বপ্রণোদিত হয়ে এবং স্বইচ্ছায় আইনের কাছে যেতে হবে। কমিশন কাউকে ধরতে চায় না। কিন্তু দুর্নীতি করবেন অথচ আইনকে মান্য করবেন না তা হবে না। তিনি বলেন, দুর্নীতি নিয়ন্ত্রণ করা তখনই সম্ভব, যখন পর্যন্ত আমি-আপনি পরিচ্ছন্ন না হব। এর আগে উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, সত্যিকারের মানুষ হতে হলে মান থাকতে হবে, হুশ থাকতে হবে। যার মান ও হুশ নেই সে মানুষ নয়। দুর্নীতি প্রতিরোধে ছাত্রছাত্রীদের শপথ পাঠ করান দুদক চেয়ারম্যান। তিনি ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন। দুদক সমন্বিত রংপুর জেলা আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় এমপি এইচ এন আশিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) শামসুল আরেফিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সুলতানা পারভীন, রংপুর দুদকের উপপরিচালক মোজাহার আলী সরদার প্রমুখ।
শিরোনাম
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
- গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মার্কেটে আগুন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
- ঢাকার বাতাস আজ কতটা বিষাক্ত?
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট