বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
অষ্টম কলাম

রেস্তোরাঁয় বেয়ারা বানর, মজুরি কলা

প্রতিদিন ডেস্ক

জাপানের কায়াবুকিয়া টেভার্ন রেস্তোরাঁ দেশটির যে কোনো ঐতিহ্যবাহী খাবারের দোকানের মতো। সেখানে খেতে গিয়ে অন্যান্য রেস্তোরাঁর মতো ফরমাশ দিলে সময়মতো চলেও আসে খাবার। তবে এর বিশেষত্ব হলো, এখানে খাবার পরিবেশন করে বানর। অবাক হওয়ার মতোই বিষয়টি। উত্তর টোকিওর এ রেস্তোরাঁয় ‘ইয়াত চ্যান’ ও ‘ফুকো চ্যান’ নামের দুটি ম্যাকাক বানর বেশ কয়েক বছর ধরে পরিচারক হিসেবে কাজ করছে। বানর বলে তারা যে কাজে অদক্ষ, এমনটি ভাবলে ভুল হবে। খবর ডেইলি মেইলের। রেস্তোরাঁয় এসে চেয়ারে বসলেই ইয়াত চ্যান ও ফুকো চ্যানের যে কোনো একজন এসে হাজির হয়। তাদের পরনে থাকে একদম সাধারণ খাদ্যবাহকের পোশাকই। কে কী খাবে, এ বিষয়ে ফরমাশ নেয় একজন। অন্যজন নিপুণভাবে পরিবেশন করে খাবার। আগত অতিথিরা দুই বানরের এমন কাণ্ডে বিস্মিত না হয়ে পারেন না। তাদের জন্য মাঝেমধ্যে উপহার হিসেবে ‘সয়াবিন’ নিয়ে আসেন তারা। রেস্তোরাঁর মালিক কাউরু আতসুকা। পোষা বানর দুটি তার খুব আদরের। ফুকো চ্যানের বয়স ১৭, ইয়াত চ্যান তার চেয়ে ছোট। দক্ষতার সঙ্গে কাজ করায় প্রতিদিন তাদের বেতনও দেন কাউরু আতসুকার। আর বেতন হিসেবে দেওয়া হয় বড়সড় কলা।

সর্বশেষ খবর