মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

আন্দোলন স্থগিত করল ৭ কলেজের শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছেন বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকার সাতটি কলেজের আন্দোলনরত শিক্ষর্থীরা। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের লাউঞ্জে উপাচার্যের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বৈঠক করে এবং সেখানে আগামী নভেম্বরের মধ্যে চতুর্থ বর্ষের ফল প্রকাশের আশ্বাস পেয়ে ৩০ নভেম্বর পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দেন।

বৈঠক শেষে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কবি নজরুল কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফয়জুর মেহেদী। তিনি বলেন, আন্দোলনের পাঁচটি দাবির মধ্যে অন্যতম হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১১-২০১২ সেশনের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ করা। উপাচার্য আগামী নভেম্বরের মধ্যে এ ফল প্রকাশের আশ্বাস দেওয়ায় আন্দোলন ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। এ ছাড়া সাত কলেজের জন্য আলাদা ওয়েবসাইট খোলার কাজ শুরু হয়েছে বলেও উপাচার্য আন্দোলনকারীদের আশ্বস্ত করেন বলে জানান তিনি। বৈঠকের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক আখতারুজ্জামান বলেন, সাত কলেজের শিক্ষার্থীরা যাতে ভোগান্তিতে না পড়ে সে জন্য আমরা দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশসহ অন্য কার্যাবলি সম্পন্ন করার চেষ্টা করছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে তাদের সহযোগিতা নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। এ বছরের ফেব্রুয়ারিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ঢাকার সাতটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। কলেজগুলো হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। অধিভুক্তির পর থেকেই সাত কলেজের পরীক্ষা ও ফল প্রকাশ নিয়ে নানা জটিলতা তৈরি হয়। অধিভুক্ত হওয়ার সময় ২০১১-১২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের লিখিত পরীক্ষা শেষের দিকে ছিল এবং তখনো মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা বাকি ছিল। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় কিন্তু এখন পর্যন্ত ফল প্রকাশ হয়নি। এরই মধ্যে গত মে মাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোর ২০১১-২০১২ সেশনের চূড়ান্ত ফল প্রকাশ হয়ে গেলে সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

সর্বশেষ খবর