শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

জুতাপেটার পর কিশোরীর পরিবার নিরাপত্তাহীন

মাদারীপুর প্রতিনিধি

‘খারাপ’ চরিত্র আখ্যায়িত করে মাদারীপুরে এক কিশোরীকে জুতাপেটা করার ঘটনায় চরম নিরাপত্তাহীন রয়েছে ওই কিশোরীর পরিবার। আর জুতাপেটায় সরাসরি অংশ নেয় মাদারীপুর লিগাল এইড অ্যাসোসিয়েশন নামের একটি মানবাধিকার ও আইন সহায়তাকারী সংগঠনের তৃণমূল নেত্রী। কিশোরীর পরিবার জানায়, ঘটনাটি জানাজানি হওয়ায় শালিসকারীদের ভয়ে আতঙ্কিত তারা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে ওই শালিসে উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আইয়ুব খান, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজাম খান, সাবেক কাউন্সিলর সামসুল হক খান, স্থানীয় মানবাধিকার সংগঠন লিগাল এইড অ্যাসোসিয়েশনের তৃণমূল কর্মী আকলিমা বেগম, স্থানীয় প্রভাবশালী সেলিম মীরা, খবির খান প্রমুখ। শালিসে আইয়ুব খান, মুজাম খান, সামসুল হক খানের সিদ্ধান্তে ওই কিশোরীকে দোষী সাব্যস্ত করা হয়। প্রকাশ্যে ১০ বার জুতাপেটা করা হয়। জুতাপেটায় অংশ নেন মাদারীপুর লিগাল এইড অ্যাসোসিয়েশনের  তৃণমূল সংগঠন ‘কমিউনিটি বেইজ অর্গানাইজেশন (সিবিও) কমিটির সদস্য আকলিমা বেগম। লাঞ্ছিতা কিশোরীর বাবা বলেন, প্রভাবশালীরা আমাদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। আমরা এই ঘটনার সঠিক বিচার চাই। এ ব্যাপারে মাদারীপুরে সচেতন নাগরিক কমিটির সদস্য এম. আর মর্তুজা বলেন, আইন কেউই নিজের হাতে তুলে নিতে পারেন না। এ ব্যাপারে মাদারীপুর লিগাল এইড অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়কারী খান মো. শহীদ বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ওই কিশোরীর পরিবার যদি আইনগত সহায়তা চায়, আমরা সংস্থার পক্ষ থেকে সহযোগিতা করব। মাদারীপুর সদর থানার ওসি (তদন্ত) আবু নাইম জানান, বিষয়টি আমরা অবগত। এখনো মামলা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, ঘটনাটি জানার জন্য মহিলা অধিদফতরের কর্মকর্তা মাহমুদা আক্তারকে জানানো হয়েছিল। তারা ঘটনা বিস্তারিত শুনেছেন। এখন যদি নির্যাতিতার পরিবার মামলা দেয়, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর সোমবার দুপুরে শহরের মধ্য খাগদি এলাকার কিশোরীকে ফুসলিয়ে নিয়ে যায় একই এলাকার কুদ্দুস শরীফের ছেলে হাসান শরীফ। পরে মেয়েটিকে তামান্না নামে এক মহিলার কাছে বিক্রি করে দেয় হাসান। বিষয়টি ওই কিশোরীর পরিবার জানতে পেরে মাদারীপুর সদর উপজেলার খাগছাড়ার করমবাজার থেকে শুক্রবার উদ্ধার করে। পরে মঙ্গলবার বিকালে বিষয়টি শালিস মীমাংসার নামে প্রকাশ্যে ১০ বার জুতাপেটা করা হয়।

সর্বশেষ খবর