শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে ইউপি-পৌর নির্বাচন সম্পন্ন

প্রতিদিন ডেস্ক

বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে গতকাল ইউপি ও পৌরসভার উপনির্বাচন সম্পন্ন হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর—

লক্ষ্মীপুর : বিক্ষিপ্ত সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও বসতঘর ভাঙচুরের মধ্য দিয়ে রামগতির আলেকজান্ডার ইউপি নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। গতকাল দুপুরে পশ্চিম চর আলেকজান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে ভোটারদের প্রভাবিত করাকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন।  এসময় কেন্দ্রের আশপাশের ৯টি বসতঘর ভাঙচুর করা হয়। সংঘর্ষকারীরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। স্থানীয়রা জানান, ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী নুর ছলেমান হাওলাদারের সমর্থক ও ফিরোজ কবির বাবুল হাওলাদারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। রামগতির আলেকজান্ডার ইউপি নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে আটক হলেন দুই নারীসহ ৪ জন। পশ্চিম বালুর চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয় বলে জানান প্রিজাইডিং অফিসার।

নড়াইল : কালিয়ার হামিদপুর ইউনিয়নের উপনির্বাচন চলার সময় হামলায় নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তির সমর্থিত স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী গোলাম মহম্মদের পক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশীদের নেতৃত্বে একদল দুর্বৃত্ত দুই ইউপি চেয়ারম্যানসহ অন্তত ৯ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছেন। ভোটের ফলাফলে জানা গেছে, কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী পলি বেগম নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম মহম্মদকে ১ হাজার ৫১৮টি ভোটের ব্যবধানে পরাজিত করেন।

কুমিল্লা : চার উপজেলার ১৫টি ইউনিয়নের সাধারণ নির্বাচন এবং তিনটি উপজেলার ৪টি ইউনিয়নের ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  ১২ জন বিএনপির প্রার্থী এ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। এদিকে ভোট চলাকালে দুপুরে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের টামটা ঈদগা মাদ্রাসা ও টামটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মাইকে ঘোষণা দিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায় বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেনের লোকজন। হামলায় দীপ্ত টিভির কুমিল্লা প্রতিনিধি শাকিল মোল্লা, বিজয় টিভির আলাউদ্দিন আজাদ ও ক্যামেরাপারসন জাহাঙ্গীর আলম আহত হন। এসময় গাড়ি ও ক্যামেরা ভাঙচুর করা হয়।

এদিকে নির্বাচনী ফলাফল অনুযায়ী, ১৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের ১৪ জন ও অপর একটিতে একই দলের বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন।

ঝালকাঠি : নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে গোপনীয়তার মধ্য দিয়ে উপনির্বাচন সম্পন্ন হয়েছে। ভোট কেন্দ্র পরিদর্শনে গেলে পুলিশ সাংবাদিকদের বাধা প্রদান করেছে।

নোয়াখালী : নোয়াখালী সদরের ৩টি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী জয়ী হয়েছে। নোয়াখালী ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী এডভোকেট আতাউর রহমান নাছের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি প্রার্থী নূর নবী বাবুল। নোয়ান্নই ইউনিয়নে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী তোফাজ্জল হোসেন ভোটের আগের দিন সরে দাঁড়ান। ধর্মপুর ইউনিয়নে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট ছিদ্দিকুর রহমান সাবু নির্বাচিত হয়েছেন।

সাতক্ষীরা : শ্যামনগর উপজেলার আইলা বিধ্বস্ত গাবুরা ইউনিয়নে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলেছে। ভোট কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি বেশি থাকলেও পুরুষ ভোটারদের উপস্থিতি কম ছিল। অপরদিকে আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য লুত্ফর ঘরামী গত ৯ সেপ্টেম্বর মারা যাওয়ায় সেখানে ওয়ার্ড সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নাটোর : ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভা, মাঝগ্রাম ও জোয়ারী ইউনিয়ন পরিষদের নির্বাচন ভোট গ্রহণ হয়েছে। কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে নারী ভোটারদের উপস্থিতি পুরুষ ভোটারদের চেয়ে অনেক বেশি ছিল।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে একটিতে আওয়ামী লীগ ও অপরটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সন্ধ্যায় ভোট গণনা শেষে স্ব স্ব উপজেলার রিটার্নিং কর্মকর্তা এ ফলাফল ঘোষণা করেন। তাড়াশ উপজেলার নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা ফারহানা বিলকিস জানান, নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিজানুর রহমান মজুন ছয় হাজার ৬৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। অপরদিকে উল্লাপাড়া উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা উজ্জল কুমার রায় জানান, মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আল-আমিন সরকার চার হাজার ৩৫০ ভোট  পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

হবিগঞ্জ : কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ও ব্রাহ্মণডোরা ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে নুরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী মুখলিছ মিয়া নৌকা নির্বাচিত হয়েছেন। ব্রাহ্মণডোরা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী হুসাইন মো. আদিল জজ মিয়া (নৌকা) নির্বাচিত হয়েছেন।

দিনাজপুর : বিরল পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ সবুজার সিদ্দিক সাগর (নৌকা)। বিরল উপজেলার ১২ নম্বর রাজারামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মুকুল চন্দ্র রায় (নৌকা)। বীরগঞ্জের মোহনপুর ইউনিয়ন পরিষদের সদস্য পদে উপনির্বাচনে মজিদুল ইসলাম ৯৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

পঞ্চগড় : বোদা পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীকে ৫ হাজার ২০০ নয় ভোট পেয়ে ওয়াহেদুজ্জামান সূজা মেয়র নির্বাচিত হয়েছেন। দীর্ঘ ১৭ বছর পর বোদা পৌরসভার নাগরিকরা ভোট দিতে পেরে আনন্দে উদ্ভাসিত। পৌরসভার ৯টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়।

সর্বশেষ খবর