মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮ ০০:০০ টা
চীনের পথে পথে ৩

ফ্লাইওভার এক্সপ্রেসওয়ের শহর সাংহাই

জিন্নাতুন নূর, (চীন) সাংহাই থেকে ফিরে

পৃথিবীর সবচেয়ে বড় বড় ফ্লাইওভার ও এলিভেটেড এক্সপ্রেসওয়েগুলো তৈরি করা হয়েছে চীনের ব্যস্ততম সাংহাই শহরে। আর এসব পথে যাতায়াতকারী গাড়ির সংখ্যাও চোখে পড়ার মতো। সাংহাই শহরে আছে অগণিত ফ্লাইওভার আর উল্লেখযোগ্য সংখ্যক মিউনিসিপ্যাল এক্সপ্রেস রোড। এর বাইরেও সাংহাইয়ে নতুন করে তৈরি করার তালিকায় আছে আরও বেশ কিছু ফ্লাইওভার ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে। মূলত পৃথিবীর অতি ঘনবসতির এই শহরে ট্রাফিক যানজট নিয়ন্ত্রণেই এসব স্থাপনা তৈরি করা হয়েছে। ব্যস্ত শহরের যানজট নিরসনের উদ্দেশ্যে তৈরি করা ফ্লাইওভারগুলোতে একই সময়ে কয়েক হাজার গাড়ি চলাচল করে। কর্মব্যস্ত দিনে ফ্লাইওভারগুলোতে গাড়ির জটের কারণে গাড়ির গতিও কমে যায়। দেখা যায়, সড়কে একটির ওপর আরেকটি ফ্লাইওভার কিংবা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কয়েক তলায় ভাগ হয়ে সাংহাইয়ের বিভিন্ন প্রান্তে ছুটে গিয়েছে। সাংহাই চীনের ব্যস্ততম শিল্প এলাকা। আর এই শহরের ফ্লাইওভারের সংখ্যাও অগণিত। ৫ তলা হুহাংজুয়াং ফ্লাইওভার দক্ষিণ-পশ্চিম চায়নার বড় ফ্লাইওভারগুলোর একটি। এ ছাড়া শহরের নানবেই এলিভেটেড রোড এবং ইয়ান মিডেল রোডে আছে বড় বড় এক্সপ্রেসওয়ে। তারই একটি সাংহাইয়ের সাউথ-নর্থ এলিভেটেড রোডে নির্মাণ করা হয়েছে। ১৯৯৩ সালে এর প্রথম পর্বের কাজ শুরু হয়ে তা শেষ হয় ১০ ডিসেম্বর ১৯৯৫ সালে। দ্বিতল এই ফ্লাইওভারের প্রথম লাইনে চলে সাংহাইয়ের মেট্রোযান। আর ১৮.১ কি.মি. দৈর্ঘ্যের স্থাপনাটির ২য় পর্বের কাজ শেষ হয় ২০০২-এর ডিসেম্বরে।  স্পষ্ট যে, সাংহাই শহরের গাড়ির চাপ সামলাতেই বহুতলবিশিষ্ট এসব ফ্লাইওভার-এলিভেটেড এক্সপ্রেসওয়ে  নির্মিত হয়েছে। আর বিস্ময়কর এসব স্থাপনার প্রকৃত সৌন্দর্য রাতের আলোকচ্ছটায় দেখা যায়। রাতে নীল-লাল নিয়ন আলোয় শহরে আসা বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা মুগ্ধ হয়ে দেখেন সাংহাইয়ের অদ্ভুত সব ফ্লাইওভার ও এক্সপ্রেসওয়ে। শহরটির গুরুত্বপূর্ণ ও সবচেয়ে ব্যস্ত রাস্তাসহ বিভিন্ন অংশেই এক বা একাধিক ফ্লাইওভার আছে। লক্ষণীয় যে, ফ্লাইওভারগুলোর মাঝে বিভাজন টানতে আবার উঁচু দেয়াল দেওয়া হয়েছে। এসব ফ্লাইওভারের নিচে এবং ওপর দিয়ে আবার চলাচল করছে দ্রুত গতির ট্রেন। বড় বড় ফ্লাইওভার আর এক্সপ্রেসওয়ের ওপর সবুজ বোর্ডে সাংহাইয়ের আশপাশের বিভিন্ন এলাকার অবস্থানের দিকনির্দেশনা দেওয়া আছে।

 আর ফ্লাইওভার-এক্সপ্রেসওয়ের ঠিক গা ঘেঁষেই সাংহাইয়ের সুউচ্চ দালানকোঠা। তবে আধুনিক এসব ফ্লাইওভার ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যে শুধু যানবাহন চলাচল করছে এমন নয়, পথচারীদের জন্যও সেখানে আছে সিঁড়িতে হেঁটে রাস্তা পারাপারের চমৎকার ব্যবস্থা।

সর্বশেষ খবর