বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দক্ষিণপন্থি ইসলামী দলগুলোকে কোণঠাসা করতে দৃঢ়প্রতিজ্ঞ সুফি ইসলামপন্থি দল জাকের পার্টির একটি প্রতিনিধি দল ভারতে পাঁচ দিনের সফরে এসেছে। এর নেতৃত্বে রয়েছেন দলীয় প্রধান পীরজাদা আলহাজ মোস্তফা আমির ফয়সাল। প্রতিনিধি দলটি ভারতের কেন্দ্রীয় সরকার ও শাসক দল বিজেপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করছে। গতকাল দিল্লির অবজারভার রিসার্চ ফাউন্ডেশনে এক মতবিনিময় সভা করে। সেখানে তারা সাফ জানান, এবার তারা আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গতবার তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। কিন্তু এবার আওয়ামী লীগের সঙ্গে আসন বণ্টন নিয়ে আলোচনা শুরু করেছেন। আমির ফয়সাল বলেন, ‘বাংলাদেশে কেবল জামায়াতে ইসলামী নয়, হেফাজতে ইসলামকেও পরাস্ত করা উচিত। কেননা এরা জামায়াতের অন্য দিক।’ তিনি বলেন, ‘দেশে ইসলামের প্রকৃত ভ্রাতৃত্বের ও মৈত্রীর বার্তা জাতীয় স্তরে প্রচারেরজন্যই এবার জাকের পার্টি জাতীয় সংসদে প্রতিনিধিত্বর দাবি করছে।’ প্রতিনিধি দলটি মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ইন্ডিয়ান কাউন্সিল অব কালচারাল রিলেশনসের চেয়ারম্যান বিজেপির সংসদ সদস্য বিনয় সহস্রাবুদ্ধের আমন্ত্রণে নৈশভোজে যোগ দেয়। সাক্ষাৎ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবরের সঙ্গে। ইন্ডিয়া ইসলামিক সেন্টারেও আলোচনা করে। সেখানে ঢাকায় একটি ভারত-বাংলাদেশ ইসলামিক সেন্টার খোলার প্রস্তাব দেয়। এ ছাড়া বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব ও জামিয়া মিল্লিয়া বিশ্ববিদ্যালয়ে আলোচনা চক্রে অংশ নেবে। পরে তারা পুনেতে টাটা-মাহিন্দ্র কারখানা পরিদর্শন করবে। প্রতিনিধি দলের সদস্যরা ঢাকা ফিরে যাওয়ার আগে ভারতের জাতীয় প্রতিরক্ষা কলেজে বিশেষজ্ঞদের সঙ্গে মিলিত হবেন বলে জানান। এদের ভারত সফরের মূল উদ্দেশ্য দক্ষিণপন্থি হেফাজতকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য জনমত তৈরি করা। কেননা এঁরা বলছেন, যদি শেষ পর্যন্ত হেফাজত বাংলাদেশের ক্ষমতার অংশীদার হয়, তাহলে তা হবে ভারতের পক্ষে নিরাপত্তাজনিত ক্ষতি। এঁরা জামায়াতের মতোই আন্তর্জাতিক উগ্র ইসলাম প্রচারের অংশ। নেতারা দাবি করেন, ভারতের নেতৃত্ব এ বিপদ সম্পর্কে সচেতন। তাই তারা এমন কিছু করতে দেবেন না, যাতে বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দেয়। বিএনপি ও জামায়াত যদি নির্বাচনে না থাকে, তাহলে সেই শূন্যতা হেফাজতকে দিয়ে পূরণ করা উচিত হবে না বলে এঁরা মনে করেন।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা