বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দক্ষিণপন্থি ইসলামী দলগুলোকে কোণঠাসা করতে দৃঢ়প্রতিজ্ঞ সুফি ইসলামপন্থি দল জাকের পার্টির একটি প্রতিনিধি দল ভারতে পাঁচ দিনের সফরে এসেছে। এর নেতৃত্বে রয়েছেন দলীয় প্রধান পীরজাদা আলহাজ মোস্তফা আমির ফয়সাল। প্রতিনিধি দলটি ভারতের কেন্দ্রীয় সরকার ও শাসক দল বিজেপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করছে। গতকাল দিল্লির অবজারভার রিসার্চ ফাউন্ডেশনে এক মতবিনিময় সভা করে। সেখানে তারা সাফ জানান, এবার তারা আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গতবার তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। কিন্তু এবার আওয়ামী লীগের সঙ্গে আসন বণ্টন নিয়ে আলোচনা শুরু করেছেন। আমির ফয়সাল বলেন, ‘বাংলাদেশে কেবল জামায়াতে ইসলামী নয়, হেফাজতে ইসলামকেও পরাস্ত করা উচিত। কেননা এরা জামায়াতের অন্য দিক।’ তিনি বলেন, ‘দেশে ইসলামের প্রকৃত ভ্রাতৃত্বের ও মৈত্রীর বার্তা জাতীয় স্তরে প্রচারেরজন্যই এবার জাকের পার্টি জাতীয় সংসদে প্রতিনিধিত্বর দাবি করছে।’ প্রতিনিধি দলটি মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ইন্ডিয়ান কাউন্সিল অব কালচারাল রিলেশনসের চেয়ারম্যান বিজেপির সংসদ সদস্য বিনয় সহস্রাবুদ্ধের আমন্ত্রণে নৈশভোজে যোগ দেয়। সাক্ষাৎ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবরের সঙ্গে। ইন্ডিয়া ইসলামিক সেন্টারেও আলোচনা করে। সেখানে ঢাকায় একটি ভারত-বাংলাদেশ ইসলামিক সেন্টার খোলার প্রস্তাব দেয়। এ ছাড়া বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব ও জামিয়া মিল্লিয়া বিশ্ববিদ্যালয়ে আলোচনা চক্রে অংশ নেবে। পরে তারা পুনেতে টাটা-মাহিন্দ্র কারখানা পরিদর্শন করবে। প্রতিনিধি দলের সদস্যরা ঢাকা ফিরে যাওয়ার আগে ভারতের জাতীয় প্রতিরক্ষা কলেজে বিশেষজ্ঞদের সঙ্গে মিলিত হবেন বলে জানান। এদের ভারত সফরের মূল উদ্দেশ্য দক্ষিণপন্থি হেফাজতকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য জনমত তৈরি করা। কেননা এঁরা বলছেন, যদি শেষ পর্যন্ত হেফাজত বাংলাদেশের ক্ষমতার অংশীদার হয়, তাহলে তা হবে ভারতের পক্ষে নিরাপত্তাজনিত ক্ষতি। এঁরা জামায়াতের মতোই আন্তর্জাতিক উগ্র ইসলাম প্রচারের অংশ। নেতারা দাবি করেন, ভারতের নেতৃত্ব এ বিপদ সম্পর্কে সচেতন। তাই তারা এমন কিছু করতে দেবেন না, যাতে বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দেয়। বিএনপি ও জামায়াত যদি নির্বাচনে না থাকে, তাহলে সেই শূন্যতা হেফাজতকে দিয়ে পূরণ করা উচিত হবে না বলে এঁরা মনে করেন।
শিরোনাম
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
ভোট করতে ভারত গেল জাকের পার্টি
নয়াদিল্লি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর