বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দক্ষিণপন্থি ইসলামী দলগুলোকে কোণঠাসা করতে দৃঢ়প্রতিজ্ঞ সুফি ইসলামপন্থি দল জাকের পার্টির একটি প্রতিনিধি দল ভারতে পাঁচ দিনের সফরে এসেছে। এর নেতৃত্বে রয়েছেন দলীয় প্রধান পীরজাদা আলহাজ মোস্তফা আমির ফয়সাল। প্রতিনিধি দলটি ভারতের কেন্দ্রীয় সরকার ও শাসক দল বিজেপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করছে। গতকাল দিল্লির অবজারভার রিসার্চ ফাউন্ডেশনে এক মতবিনিময় সভা করে। সেখানে তারা সাফ জানান, এবার তারা আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গতবার তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। কিন্তু এবার আওয়ামী লীগের সঙ্গে আসন বণ্টন নিয়ে আলোচনা শুরু করেছেন। আমির ফয়সাল বলেন, ‘বাংলাদেশে কেবল জামায়াতে ইসলামী নয়, হেফাজতে ইসলামকেও পরাস্ত করা উচিত। কেননা এরা জামায়াতের অন্য দিক।’ তিনি বলেন, ‘দেশে ইসলামের প্রকৃত ভ্রাতৃত্বের ও মৈত্রীর বার্তা জাতীয় স্তরে প্রচারেরজন্যই এবার জাকের পার্টি জাতীয় সংসদে প্রতিনিধিত্বর দাবি করছে।’ প্রতিনিধি দলটি মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ইন্ডিয়ান কাউন্সিল অব কালচারাল রিলেশনসের চেয়ারম্যান বিজেপির সংসদ সদস্য বিনয় সহস্রাবুদ্ধের আমন্ত্রণে নৈশভোজে যোগ দেয়। সাক্ষাৎ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবরের সঙ্গে। ইন্ডিয়া ইসলামিক সেন্টারেও আলোচনা করে। সেখানে ঢাকায় একটি ভারত-বাংলাদেশ ইসলামিক সেন্টার খোলার প্রস্তাব দেয়। এ ছাড়া বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব ও জামিয়া মিল্লিয়া বিশ্ববিদ্যালয়ে আলোচনা চক্রে অংশ নেবে। পরে তারা পুনেতে টাটা-মাহিন্দ্র কারখানা পরিদর্শন করবে। প্রতিনিধি দলের সদস্যরা ঢাকা ফিরে যাওয়ার আগে ভারতের জাতীয় প্রতিরক্ষা কলেজে বিশেষজ্ঞদের সঙ্গে মিলিত হবেন বলে জানান। এদের ভারত সফরের মূল উদ্দেশ্য দক্ষিণপন্থি হেফাজতকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য জনমত তৈরি করা। কেননা এঁরা বলছেন, যদি শেষ পর্যন্ত হেফাজত বাংলাদেশের ক্ষমতার অংশীদার হয়, তাহলে তা হবে ভারতের পক্ষে নিরাপত্তাজনিত ক্ষতি। এঁরা জামায়াতের মতোই আন্তর্জাতিক উগ্র ইসলাম প্রচারের অংশ। নেতারা দাবি করেন, ভারতের নেতৃত্ব এ বিপদ সম্পর্কে সচেতন। তাই তারা এমন কিছু করতে দেবেন না, যাতে বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দেয়। বিএনপি ও জামায়াত যদি নির্বাচনে না থাকে, তাহলে সেই শূন্যতা হেফাজতকে দিয়ে পূরণ করা উচিত হবে না বলে এঁরা মনে করেন।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ভোট করতে ভারত গেল জাকের পার্টি
নয়াদিল্লি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর