শিরোনাম
রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও একই ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ওই ইউনিয়নের কারফা বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে নান্টুকে অতর্কিতে উপর্যুপরি গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা। দ্রুত তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চেয়ারম্যান নান্টুকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসের ব্যক্তিগত সহকারীকে দায়ী করেছেন ক্ষমতাসীনদের একাংশ। তালুকদার ইউনুস অভিযুক্তদের গ্রেফতার দাবি করেছেন। নিহতের স্বজনরা জানায়, কারফা বাজারের বটতলায় নিজের কাপড়ের দোকানে বসা ছিলেন ইউপি চেয়ারম্যান নান্টু। রাত সাড়ে ৮টার দিকে ছদ্মবেশধারী মোটরসাইকেল আরোহীরা দোকানে বসা নান্টু চেয়ারম্যানকে কাছ থেকে পর পর কয়েকটি গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা আহত নান্টুকে শের-ই বাংলা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উজিরপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মো. সাঈদসহ অন্যদের দায়ী করেছেন।

হত্যার ১৫ দিন আগে থেকে ষড়যন্ত্র ও পরিকল্পনা করা হয় বলে অভিযোগ করেন উপজেলা চেয়ারম্যান ইকবাল। এদিকে হত্যার রাজনীতি করেন না দাবি করে স্থানীয় সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান। জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেছেন, উজিরপুরে স্থানীয় আওয়ামী লীগের মধ্যে দুটি গ্রুপ রয়েছে। দলীয় অন্তঃর্দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ। অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন। নিহত নান্টু ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রতিপক্ষের হাতে নিহত সর্বহারা নেতা অবনী বাড়ৈর সেকেন্ড ইন কমান্ড হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।

সর্বশেষ খবর