বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

লোকসংগীত উৎসব আজ শুরু

সাংস্কৃতিক প্রতিবেদক

সান ফাউন্ডেশনের আয়োজনে আজ রাজধানীর আর্মি স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন দিনের ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব ২০১৮। স্বাগতিক বাংলাদেশসহ এবারের উৎসবের চতুর্থ আসরে অংশ নিচ্ছেন সাত দেশের ১৭৪ জন শিল্পী। বাংলাদেশের শিল্পীদের মধ্যে রয়েছেন— মমতাজ, বাউল আবদুল হাই দেওয়ান, বাউল কবির শাহ, অর্ণব, নকশীকাঁথা, স্বরব্যাঞ্জো ও ভাবনা নৃত্য  দল। এ ছাড়া ভারত থেকে অংশ নিচ্ছেন ওয়াদালি ব্রাদার্স, রাঘু দীক্ষিত ও সাত্যকি ব্যানার্জি, পাকিস্তানের শাফকাত আমানাত আলী, বাহরাইনের মাজায, যুক্তরাষ্ট্র থেকে গ্র্যামি পুরস্কার বিজয়ী লস টেক্সমেনিয়াক্স, পোল্যান্ডের দিকান্দা এবং স্পেনের লাস মিগাস।

প্রতিবারের মতো এবারও দর্শকরা বিনামূল্যে অনলাইন নিবন্ধনের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারবেন। উৎসবটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। এ ছাড়াও গ্রামীণফোনের অনলাইন ভিডিও স্ট্রিমিং সার্ভিস— ‘বায়োস্কোপ লাইভ’-ও থাকছে অনুষ্ঠানটি লাইভ দেখার সুযোগ। উৎসব চলবে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত। ১৭ নভেম্বর শেষ হবে তিন দিনের এই উৎসব।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর