আসামের নাগরিকপঞ্জি (এনআরসি) থেকে বাদ যাওয়া সবাই ভারতের নির্বাচনে ভোটার থাকতে পারবেন। ভারতের নির্বাচনে কমিশন এই ঘোষণা দিয়েছে। বাদ পড়া নাগরিকদের আপিল করার শেষ তারিখ আগামী ১৫ ডিসেম্বর। চূড়ান্ত তালিকায় ৪০ লাখ নাগরিকের নাম ছিল না। তার মধ্যে ত্রিশ লাখ নাগরিকপঞ্জিতে অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছেন। এখনো ১০ লাখ নাগরিক আবেদন করেননি বা করতে পারেননি। মুখ্য নির্বাচন কমিশনার ওপি রাওয়াত জানিয়েছেন, যাদের নাম নাগরিকপঞ্জিতে থাকবে না, তারা যদি অন্য যে কোনো পরিচয়পত্র দেখাতে পারেন তাহলে তাদের নাম ভোটার তালিকায় থাকবে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে কোনো নাগরিক যদি বৈধ পরিচয়পত্র দেখাতে পারেন তাহলে নির্বাচন অফিসার তার নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে পারবেন না। যারা নাগরিকপঞ্জিতে অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করেছেন, তাদের আবেদন যদি খারিজ হয়, তাহলে তারা আদালতের শরণাপন্ন হতে পারবেন। সুপ্রিম কোর্ট এদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এখন পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের সম্পর্কে মাত্র ২০০ আপত্তি জমা পড়েছে। ফলে অধিকাংশই নাগরিকপঞ্জিতে অন্তর্ভুক্ত হতে পারবেন। এক সরকারি অফিসার জানিয়েছেন, মাত্র ২০০ আপত্তি জমা পড়ার ফলে এটা এখন প্রমাণিত যে প্রকৃত নাগরিকরাই তালিকা থেকে বাদ পড়েছিলেন। এখন আসামে ২০১৯ সালের ভোটার তালিকার সংশোধনের কাজ চলছে। মুখ্য নির্বাচন কমিশনার বলেন, ‘যারা এনআরসিতে রয়েছেন তারা সহজেই ভোটার তালিকায় থাকবেন। যারা এনআরসি থেকে বাদ পড়েছেন তারা প্রয়োজনীয় প্রমাণ দেখালে তালিকায় থাকবেন। যারা আবেদন করেননি, তাদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা হবে।
শিরোনাম
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী
- ২০২৪ সালে যক্ষ্মায় মারা গেছে ১২ লাখ ৩০ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আটক ৬১৫ অভিবাসীকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের
- বান্দরবানের লামায় মশাল মিছিল, গ্রেপ্তার ১
- সংবিধান সংশোধন করে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ালো পাকিস্তান
- নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু উৎসব
- জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের সব ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ
- সিলেটে প্রভাব নেই লকডাউনের
- আইরিশদের বিপক্ষে ইনিংস জয়ের পথে টাইগাররা
- চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৭৭ পরিবারের মাঝে ছাগল বিতরণ
- ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন জার্মানির
- মানুষ নেই, এআই দিয়ে লকডাউন পালন করছে আওয়ামী লীগ : এ্যানি
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৩ নেতা-কর্মী গ্রেপ্তার
- নরসিংদীতে লকডাউনে সাড়া নেই, স্বাভাবিক জীবনযাত্রা
- রবিবার আরও ১২ দলের সঙ্গে ইসির সংলাপ
- ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেললাইনে আগুন