আসামের নাগরিকপঞ্জি (এনআরসি) থেকে বাদ যাওয়া সবাই ভারতের নির্বাচনে ভোটার থাকতে পারবেন। ভারতের নির্বাচনে কমিশন এই ঘোষণা দিয়েছে। বাদ পড়া নাগরিকদের আপিল করার শেষ তারিখ আগামী ১৫ ডিসেম্বর। চূড়ান্ত তালিকায় ৪০ লাখ নাগরিকের নাম ছিল না। তার মধ্যে ত্রিশ লাখ নাগরিকপঞ্জিতে অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছেন। এখনো ১০ লাখ নাগরিক আবেদন করেননি বা করতে পারেননি। মুখ্য নির্বাচন কমিশনার ওপি রাওয়াত জানিয়েছেন, যাদের নাম নাগরিকপঞ্জিতে থাকবে না, তারা যদি অন্য যে কোনো পরিচয়পত্র দেখাতে পারেন তাহলে তাদের নাম ভোটার তালিকায় থাকবে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে কোনো নাগরিক যদি বৈধ পরিচয়পত্র দেখাতে পারেন তাহলে নির্বাচন অফিসার তার নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে পারবেন না। যারা নাগরিকপঞ্জিতে অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করেছেন, তাদের আবেদন যদি খারিজ হয়, তাহলে তারা আদালতের শরণাপন্ন হতে পারবেন। সুপ্রিম কোর্ট এদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এখন পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের সম্পর্কে মাত্র ২০০ আপত্তি জমা পড়েছে। ফলে অধিকাংশই নাগরিকপঞ্জিতে অন্তর্ভুক্ত হতে পারবেন। এক সরকারি অফিসার জানিয়েছেন, মাত্র ২০০ আপত্তি জমা পড়ার ফলে এটা এখন প্রমাণিত যে প্রকৃত নাগরিকরাই তালিকা থেকে বাদ পড়েছিলেন। এখন আসামে ২০১৯ সালের ভোটার তালিকার সংশোধনের কাজ চলছে। মুখ্য নির্বাচন কমিশনার বলেন, ‘যারা এনআরসিতে রয়েছেন তারা সহজেই ভোটার তালিকায় থাকবেন। যারা এনআরসি থেকে বাদ পড়েছেন তারা প্রয়োজনীয় প্রমাণ দেখালে তালিকায় থাকবেন। যারা আবেদন করেননি, তাদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা হবে।
শিরোনাম
- আইফোন ১৮ সিরিজে থাকবে না যে ফিচার
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি নিতে হবে
- ক্ষতিগ্রস্ত শিল্পে স্বস্তি: ঋণের মেয়াদ বাড়বে সর্বোচ্চ ১০ বছর
- খাদ্য মূল্যস্ফীতি, দারিদ্র্য ও বৈষম্য
- যুক্তরাষ্ট্রে রপ্তানি ১৪ শতাংশ কমার শঙ্কা
- ইসলামী অর্থনীতিতে বাজারদর নির্ধারণের ন্যায়সংগত পথ
- খেলা ছিল হাতে, শেষ মুহূর্তেই ভেঙে গেল স্বপ্ন: রশিদ খান
- আবারও বেড়েছে স্বর্ণের দাম
- চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের শুভসূচনা
- ঢাকার ৪ অভিজাত আবাসিক এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা
- তিন দাবিতে ১৩ ঘণ্টা ধরে অনশনে জবি শিক্ষার্থীরা
- চতুর্থ ধাপে একাদশে ভর্তি: বাদ পড়াদের জন্য সুখবর
- নব্বই দশকের আলোচিত নায়িকা বনশ্রী নিঃসঙ্গেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
- সুপার ফোরের আশা বাঁচাল বাংলাদেশ, তবে এখন কী সমীকরণ?
- স্পিনে শুরু, পেসে শেষ: কোথায় জিতল বাংলাদেশ?
- এশিয়া কাপে থ্রিলার ম্যাচে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ
- ছক্কার রাজা এখন তানজিদ হাসান তামিম
- চাঁদপুরে জব্দকৃত ৬০ কেজি গাঁজা ধ্বংস
- নারী শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিতে শাবিপ্রবিতে স্মারকলিপি