নদীর নাম যমুনেশ্বরী। নদীটিকে আবার কেউ কেউ ডাকে মরা তিস্তা নামে। যুগ যুগ ধরে নদীটি ভিন্ন ভিন্ন নামে পরম মমতায় আবদ্ধ করে রেখেছিল গোটা পৌরশহরের মানুষকে। ধরিত্রীর বুক চিরে বয়ে চলা প্রমত্তা যমুনেশ্বরীর সেই যৌবন আর নেই। পালতোলা নৌকা আর জেলেদের জারি-সারি গান যেন সুদূর অতীত। নদী দখল, ড্রেজিং ব্যবস্থা না থাকা, অব্যবস্থাপনা আর বর্জ্যরে স্তূপে পূর্ণ মরা তিস্তার যেন ত্রাহি ত্রাহি অবস্থা। সরেজমিনে মরা তিস্তা নদী পরিদর্শনে গিয়ে এমনই চিত্র চোখে পড়ে। মরা তিস্তা নামক নদীটি গোটা পৌরসভাকে ঘিরে রেখেছে। এরই মূল কেন্দ্রস্থলে শাহাপুর ব্রিজ অবস্থিত। ব্রিজের নিচেই অর্থাৎ নদীতেই ফেলা হচ্ছে পৌরসভার ময়লা-আবর্জনা। দেখে যেন মনে হয় এই জায়গাটিই ময়লা-আবর্জনা ফেলার নির্ধারিত স্থান। পৌরসভার ময়লা-আবর্জনার গাড়ি এসে অবলীলায় ফেলছে এর ভিতর দিয়ে চলা নদীটিতে। ময়লা-আবর্জনার উৎকট গন্ধে অতিষ্ঠ পথচারী, মুসল্লি, মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীসহ হাসপাতালগামী রোগীরা। কথা হয় ব্রিজ দিয়ে চলাচল করা স্কুলশিক্ষার্থী ফিরোজ আলী ও মহিলা কলেজ শিক্ষার্থী শারমিন আক্তারের সঙ্গে। তারা জানান, দুর্গন্ধে রাস্তা দিয়ে চলাফেরা করা যায় না। তারা জানান, ময়লা ফেলতে ফেলতে নদীটি বন্ধ হয়ে যাচ্ছে। আবর্জনার উৎকট গন্ধে হাঁটা দায়। সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর নীলকান্ত পাইকার জানান, নদীতে ময়লা-আবর্জনা ফেলে গতিপথে বাধা সৃষ্টিসহ ভরাট করা মোটেও ঠিক নয়। কথা হয় বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের জীববিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আমিনুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘নদীতে ময়লা-আবর্জনা ফেলে নদীর গতিপথ বাধাগ্রস্ত করে আমরা আমাদেরই ক্ষতি করছি।’ তিনি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। বদরগঞ্জ পৌর মেয়র উত্তম কুমার সাহা বলেন, ‘শাহাপুর ব্রিজের পাশে পৌরসভার ময়লা-আবর্জনা ফেলার বিষয়টি আমার জানা নেই। যদি এ রকম হয় তাহলে ময়লা-আবর্জনা দ্রুত পরিষ্কার করা হবে।’
শিরোনাম
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
- সরকারী অফিসে আত্মহত্যার চেষ্টা, আটক নারী জেলহাজতে
- বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি গণসংহতির
- ফসল উৎপাদনে সারের স্মার্ট ব্যবস্থাপনা নিয়ে গাকৃবিতে কর্মশালা
- রাঙামাটিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
- তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ
- ভালুকায় তারেক রহমানের জন্মদিনে রক্তদান ও চারা বিতরণ কর্মসূচি
- ভারত-পাকিস্তান যুদ্ধে কে জয়ী, স্পষ্ট করল মার্কিন প্রতিবেদন
- নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলির সমর্থকদের সঙ্গে জেন-জি’র সংঘর্ষ
- ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
- আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণের পরিকল্পনা করছে পাকিস্তান
- দিনাজপুরে উন্নত জাতের ভুট্টার গবেষণার প্রদর্শনী মাঠ উদ্বোধন
- পরবর্তী জলবায়ু সম্মেলন হবে তুরস্কে
- গোপালগঞ্জে বিনামূল্যে ২ হাজার কেজি ব্রি-১০৮ ধানবীজ বিতরণ
নদী বাঁচাও ৪৪
বর্জ্যরে স্তূপে পূর্ণ যমুনেশ্বরী
সাইফুর রহমান রানা, বদরগঞ্জ (রংপুর)
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর