নদীর নাম যমুনেশ্বরী। নদীটিকে আবার কেউ কেউ ডাকে মরা তিস্তা নামে। যুগ যুগ ধরে নদীটি ভিন্ন ভিন্ন নামে পরম মমতায় আবদ্ধ করে রেখেছিল গোটা পৌরশহরের মানুষকে। ধরিত্রীর বুক চিরে বয়ে চলা প্রমত্তা যমুনেশ্বরীর সেই যৌবন আর নেই। পালতোলা নৌকা আর জেলেদের জারি-সারি গান যেন সুদূর অতীত। নদী দখল, ড্রেজিং ব্যবস্থা না থাকা, অব্যবস্থাপনা আর বর্জ্যরে স্তূপে পূর্ণ মরা তিস্তার যেন ত্রাহি ত্রাহি অবস্থা। সরেজমিনে মরা তিস্তা নদী পরিদর্শনে গিয়ে এমনই চিত্র চোখে পড়ে। মরা তিস্তা নামক নদীটি গোটা পৌরসভাকে ঘিরে রেখেছে। এরই মূল কেন্দ্রস্থলে শাহাপুর ব্রিজ অবস্থিত। ব্রিজের নিচেই অর্থাৎ নদীতেই ফেলা হচ্ছে পৌরসভার ময়লা-আবর্জনা। দেখে যেন মনে হয় এই জায়গাটিই ময়লা-আবর্জনা ফেলার নির্ধারিত স্থান। পৌরসভার ময়লা-আবর্জনার গাড়ি এসে অবলীলায় ফেলছে এর ভিতর দিয়ে চলা নদীটিতে। ময়লা-আবর্জনার উৎকট গন্ধে অতিষ্ঠ পথচারী, মুসল্লি, মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীসহ হাসপাতালগামী রোগীরা। কথা হয় ব্রিজ দিয়ে চলাচল করা স্কুলশিক্ষার্থী ফিরোজ আলী ও মহিলা কলেজ শিক্ষার্থী শারমিন আক্তারের সঙ্গে। তারা জানান, দুর্গন্ধে রাস্তা দিয়ে চলাফেরা করা যায় না। তারা জানান, ময়লা ফেলতে ফেলতে নদীটি বন্ধ হয়ে যাচ্ছে। আবর্জনার উৎকট গন্ধে হাঁটা দায়। সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর নীলকান্ত পাইকার জানান, নদীতে ময়লা-আবর্জনা ফেলে গতিপথে বাধা সৃষ্টিসহ ভরাট করা মোটেও ঠিক নয়। কথা হয় বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের জীববিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আমিনুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘নদীতে ময়লা-আবর্জনা ফেলে নদীর গতিপথ বাধাগ্রস্ত করে আমরা আমাদেরই ক্ষতি করছি।’ তিনি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। বদরগঞ্জ পৌর মেয়র উত্তম কুমার সাহা বলেন, ‘শাহাপুর ব্রিজের পাশে পৌরসভার ময়লা-আবর্জনা ফেলার বিষয়টি আমার জানা নেই। যদি এ রকম হয় তাহলে ময়লা-আবর্জনা দ্রুত পরিষ্কার করা হবে।’
শিরোনাম
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
- পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিজমের রাস্তা বন্ধ হবে : জামায়াত আমির
- রূপগঞ্জে কুপিয়ে আহত ইলেকট্রিশিয়ানের মৃত্যু
- কুড়িগ্রামে কঠোর নিরাপত্তায় উল্টো রথ যাত্রা উদযাপন
- মির্জা ফখরুলসহ বিএনপির শীর্ষ নেতারা সিলেটে যাচ্ছেন কাল
- চিঠিতে সই ট্রাম্পের, ১২ দেশের ওপর আসছে নতুন শুল্ক
নদী বাঁচাও ৪৪
বর্জ্যরে স্তূপে পূর্ণ যমুনেশ্বরী
সাইফুর রহমান রানা, বদরগঞ্জ (রংপুর)
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর