বুধবার, ১০ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

প্রাথমিকে নারী শিক্ষক হবে স্নাতক পাস

নিজস্ব প্রতিবেদক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে পুরুষদের পাশাপাশি এখন থেকে নারী প্রার্থীদেরও স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সেই সঙ্গে পরিবর্তন আনা হয়েছে চাকরিতে ঢোকার বয়স সীমাতেও। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০১৯ জারি করেছে। প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন বলেন, এতদিন এইচএসসি পাস নারীরা প্রাথমিকের শিক্ষক হতে পারতেন। এখন নারী-পুরুষ সবার যোগ্যতাই কমপক্ষে স্নাতক হতে হবে। সচিব আরও জানান, শিক্ষক নিয়োগে ৬০ শতাংশ নারী, ২০ শতাংশ পোষ্য প্রার্থী এবং অবশিষ্ট ২০ শতাংশ পুরুষ প্রার্থীদের দিয়ে পূরণ করা হবে। তবে বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীদের জন্য ২০ শতাংশ বরাদ্দ থাকবে।

নিয়োগ বিধিমালা মতে, আগে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগের জন্য ২৫ থেকে ৩৫ বছর এবং সহকারী শিক্ষক পদের জন্য ১৮ থেকে ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যেত। বর্তমানে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদে আবেদনের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২১ থেকে ৩০ বছর।

সর্বশেষ খবর