রবিবার, ১৬ জুন, ২০১৯ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে বাস করা হলো না বাংলাদেশি সেই যুবকের

প্রতিদিন ডেস্ক

যুক্তরাষ্ট্রে বাস করা হলো না বাংলাদেশি সেই যুবকের

বাংলাদেশি যুবক মোহাম্মদ আবদুল্লাহ (২৯) দালালকে ২৫ লাখ টাকা দিয়েছিলেন। বিভিন্ন দেশ ঘুরে মেক্সিকো হয়ে দুর্গম পথে যুক্তরাষ্ট্রে পৌঁছে ৪ মাস ডিটেনশন সেন্টারেও থেকেছেন। তারপর স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি  পান। কিন্তু শেষ পর্যন্ত তিনি স্বপ্নের আমেরিকায় বসতি গড়তে পারলেন না। কারণ গত ৯ জুন রাত ১১টার দিকে তিনি নিউইয়র্কের ব্রুকলিনে মদ্যপ চালকের গাড়িচাপায় মারা যান। খবর : এনআরবি নিউজ।

নিউইয়র্কের পুলিশ জানায়, ট্রেজার লিগিং (২২) নামের ওই নারী মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। এ সময় তার চার বছর বয়সী ছেলে সঙ্গে ছিল। একপর্যায়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে আবদুল্লাহর ই-সাইকেলকে চাপা দেন। ঘটনার পরপরই আবদুুল্লাহকে স্থানীয় ব্রুকডেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চালক লিগিংয়ের বিরুদ্ধে হত্যা ও মদ্যপ অবস্থায় শিশুর জীবন বিপন্ন করে গাড়ি চালানোর অভিযোগ দায়ের করা হয়েছে। আবদুল্লাহর জানাজা গত বুধবার অপরাহ্ণে ব্রুকলিনে অনুষ্ঠিত হয়। তাকে দাফন করা হবে নোয়াখালীর গ্রামের বাড়িতে। তার লাশবাহী কফিন ১৪ জুন সন্ধ্যায় ঢাকার উদ্দেশে জেএফকে ত্যাগ করে। উল্লেখ্য, ম্যানহাটানের হারলেমে বসবাসকারী আবদুল্লাহর চাচা বেলাল হোসেন জানান, নোয়াখালীর বেগমগঞ্জের সন্তান আবদুল্লাহ রাজনৈতিক কারণে ২০১৭ সালে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। সে সময় টেক্সাসের ডিটেনশন সেন্টারে কাটাতে হয় ৪ মাস। রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছিলেন আবদুল্লাহ। এরই মধ্যে তা মঞ্জুর হয়। শিগগিরই গ্রিনকার্ডের আবেদন করার কথা ছিল। কিন্তু সবকিছু তছনছ হয়ে গেল।

সর্বশেষ খবর