রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

পর্দা নামল টেক্সটেকের

নিজস্ব প্রতিবেদক

পর্দা নামল টেক্সটেকের

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় পর্দা নামল পোশাক খাত সংক্রান্ত দেশের সবচেয়ে বড় আয়োজন টেক্সটেক-এর। এটি ছিল সেমস গ্লোবালের ২০তম আয়োজন। পাশাপাশি একই স্থানে অনুষ্ঠিত হয় ১৬তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো এবং ৩৮তম ডাই-ক্যাম বাংলাদেশ এক্সপো। ২৫টি দেশের ১ হাজার ২৫০টি প্রতিষ্ঠান ১ হাজার ৫০০টি স্টলে তাদের পণ্য প্রদর্শন করেন। চার দিনব্যাপী এ আয়োজনে পোশাক খাতের সঙ্গে জড়িত ব্যবসায়ী ছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক দর্শকের সমাগম হয়। মূলত পোশাক খাতসংশ্লিষ্ট নানা যন্ত্রাংশ, ফ্রেবিক, সুতা, রং ইত্যাদি এ আয়োজনে প্রদর্শিত হয়। পুরো আয়োজন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন আয়োজকরা। সংশ্লিষ্টরা জানান, এ ধরনের মেলার আয়োজনের মধ্য দিয়ে দেশের গার্মেন্ট শিল্পের সম্প্রসারণ ও রপ্তানির উল্লেখযোগ্য অগ্রগতি হবে। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর