টাঙ্গাইলের বাসাইলে করটিয়া-জশিহাটী ভায়া দেউলী সড়কে রিপেয়ারিং কাজে অনিয়মের অভিযোগে রাস্তার কারপেটিং উঠিয়ে প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী। স্থানীয়রা এ সড়কের প্রায় ১০ ফুট জায়গার কারপেটিং উঠিয়ে প্রতিবাদ জানান। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। তোপের মুখে পড়েন এলজিইডি কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্তারা। জানা যায়, করটিয়া-জশিহাটী ভায়া দেউলী সড়কটিতে দীর্ঘদিন ধরে কারপেটিং উঠে বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল সাধারণ মানুষকে। দীর্ঘ প্রতিক্ষার পর দুই কিলো ৮শ মিটার কাজ আসে এ সড়কের। আইআরআইডিপি-২ এর আওতায় উপজেলা এলজিইডির মাধ্যমে কাজটি পায় টাঙ্গাইলের মেসার্স হিরো এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। গত আগস্ট মাসের শেষের দিকে কারপেটিংয়ের কাজ শুরু হলে স্থানীয়দের মাঝে কাজের অনিয়মের বিষয়টি নজরে আসে। পরে স্থানীয়রা দাপনজোর এলাকায় ৩১ আগস্ট বিকালে প্রায় ১০ ফুট জায়গায় কারপেটিং উঠিয়ে প্রতিবাদ জানান। পরে উপজেলা এলজিইডি প্রকৌশলী সড়কটি পরিদর্শন করেন। স্থানীয় লিকসন হাসান, শরিফুল ইসলাম, সোহেল, আবদুল মান্নান, পলাশসহ বেশ কয়েকজন জানান, দীর্ঘদিন পর সড়কটি মেরামতের কাজ এসেছে। সড়কটিতে ইট, খোয়া ও বালুর পরিবর্তে ধুলাবালি ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া ধুলাবালি মিশ্রিত সিক্স মিলি পাথর ব্যবহার করা হচ্ছে। সড়কটি পরিষ্কার না করেই কারপেটিং করা হচ্ছে। ফলে কাজ চলমান থাকা অবস্থাতেই সড়কের বিভিন্ন জায়গায় কারপেটিং উঠে যাচ্ছে। এলাকাবাসী কারপেটিং হাত দিয়ে উঠানোর চেষ্টা করলে তা উঠে আসছে। এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হলে তারা বেশ কিছু জায়গার কারপেটিং তুলে ফেলেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও সড়কটির কাজ সঠিকভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট দফতরের তদারকি করার অনুরোধ জানান এলাকাবাসী। মেসার্স হিরো এন্টারপ্রাইজের কর্ণধার হিরো বলেন, ‘ওইদিন বৃষ্টি থাকার কারণে সড়কের অল্প কিছু জায়গায় কাজের ফিনিসিং দিতে পারিনি। এরপরই মেশিন নষ্ট হয়ে যায়। পরে ওই জায়গায় এলাকাবাসী কারপেটিং তুলে ফেলেন। সড়কের অন্যান্য জায়গায় কোনো অনিয়ম হয়নি। সঠিক উপকরণ দিয়েই কাজটি করা হচ্ছে।’ উপজেলা প্রকৌশলী রোজদিদ আহম্মেদ বলেন, ‘করটিয়া-জশিহাটী ভায়া দেউলী সড়কের দুই কিলো ৮শ মিটার পর্যন্ত কাজ চলছে। এর ব্যয় ধরা হয়েছে এক কোটি এক লাখ টাকা। এ পর্যন্ত প্রায় ৭শ মিটার কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে দাপনজোর এলাকায় এলাকাবাসী অনিয়মের অভিযোগ এনে ৫ থেকে ৭ ফুট জায়গার কারপেটিং উঠিয়ে ফেলেছেন। ঠিকাদারি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। সিক্স মিলি পাথর পরিবর্তন করে নতুন করে পাথর এনে কাজ করার কথা বলা হয়েছে।’ এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান এ প্রকৌশলী। বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না বলেন, কারপেটিং উঠানোর খবর পেয়ে সড়কটি পরিদর্শন করেছি। বর্তমানে কাজটি বন্ধ রয়েছে। নতুন করে উপকরণ এনে আবার কাজ শুরু করার জন্য বলা হয়েছে। এলজিইডি প্রকৌশলী কাজ সার্বক্ষণিক তদারকি করবেন।
শিরোনাম
- পাকিস্তানে বৃষ্টি-বন্যায় ১৯ জনের প্রাণহানি
- গাজায় হামলা চালাতে গিয়ে পুঁতে রাখা বোমায় ৫ ইসরায়েলি সেনা নিহত
- ৩৫ শতাংশ শুল্কের কথা জানিয়ে ড. ইউনূসকে ট্রাম্পের চিঠি
- বাংলাদেশসহ ১৪ দেশে শুল্কের সময়সীমা ‘চূড়ান্ত নয়’, দর-কষাকষির ইঙ্গিত ট্রাম্পের
- আফতাবনগরে দেয়াল ধসে পড়ে শ্রমিকের মৃত্যু
- কক্সবাজার সীমান্তে এক লাখ পিস ইয়াবা উদ্ধার
- যাত্রাবাড়ীতে গ্রীল কেটে প্রবেশ করে বৃদ্ধকে হত্যা
- ব্রিটেনে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বাংলাদেশের সবজি
- টানা ২ বছর ক্ষেপণাস্ত্র ছুড়লেও মজুদ শেষ হবে না, হুঁশিয়ারি ইরানি কমান্ডারের
- হেরে যাওয়ার সেই ধারা ভাঙতে পারলেন জোকোভিচ
- ক্লাব বিশ্বকাপে চমক দেখিয়ে প্রিমিয়ার লিগে ব্রাজিলিয়ান ফুটবলার
- ১৪ বছর পর নতুন করে ফিরছে আজম খানের 'উচ্চারণ'
- টানা ৯ দিন পানি ছাড়া কিছুই খান না নার্গিস
- গাজা গণহত্যায় অংশগ্রহণকারী ইসরায়েলি সেনার আত্মহত্যা; ‘শুধুই লাশের গন্ধ পেতেন’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৮ জুলাই)
- বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক রাখলেন ট্রাম্প
- ইলন মাস্ককে রাজনীতি থেকে দূরে থাকতে বললেন মার্কিন মন্ত্রী
- দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কৃষকদলের সদস্য সচিব বহিষ্কার
- জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের নামে নামকৃত চত্বর ও সড়ক উদ্বোধন
- ঝিনাইদহে পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
টাঙ্গাইলের বাসাইলে রাস্তার কাজে অনিয়ম
কার্পেটিং উঠিয়ে প্রতিবাদ
মো. নাসির উদ্দিন, টাঙ্গাইল
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

মাদারীপুরে হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালিত
৩৫ মিনিট আগে | দেশগ্রাম

বাংলাদেশসহ ১৪ দেশে শুল্কের সময়সীমা ‘চূড়ান্ত নয়’, দর-কষাকষির ইঙ্গিত ট্রাম্পের
১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গাজা গণহত্যায় অংশগ্রহণকারী ইসরায়েলি সেনার আত্মহত্যা; ‘শুধুই লাশের গন্ধ পেতেন’
৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

টানা ২ বছর ক্ষেপণাস্ত্র ছুড়লেও মজুদ শেষ হবে না, হুঁশিয়ারি ইরানি কমান্ডারের
২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মিয়ানমারে সশস্ত্র দুই গোষ্ঠীর মাঝে তুমুল সংঘর্ষ, পালাচ্ছে হাজার হাজার মানুষ
১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কথিত ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ সন্দেহে বীরভূমের বাংলাভাষী পরিবার এখন বাংলাদেশে
২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম