রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

মুখরিত আবৃত্তি উৎসব

সাংস্কৃতিক প্রতিবেদক

মুখরিত আবৃত্তি উৎসব

কবিতার দীপ্ত উচ্চারণে গতকাল মুখরিত ছিল পাবলিক লাইব্রেরি। আবৃত্তির সময় সমগ্র মিলনায়তনজুড়ে ছিল পিনপতন নীরবতা। সেই নীরবতায় মঞ্চ থেকে কবিতার ছন্দ ছড়িয়ে দেন ভারতের বাচিকশিল্পী মুনমুন মুখার্জি। দর্শক-শ্রোতাদের আবৃত্তির চাদরে ঢেকে দিয়েই তিনি শেষ করেন নিজের পরিবেশনা।

মুনমুন মুখার্জির হৃদয়ছোঁয়া আবৃত্তির মধ্য দিয়েই শেষ হয় আবৃত্তির সংগঠন সংবৃতা আয়োজিত অষ্টম আবৃত্তি উৎসব। গতকাল সন্ধ্যায় দুই দিনের এ আসরের সমাপনীতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আখতারুজ্জামান। আয়োজক সংগঠনের সভাপতি এ কে এম সামছুদ্দোহার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সামসুজ্জামান বাবু, বাচিকশিল্পী আশরাফুল আলম, আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ, অভিনেতা ও আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়। সমাপনী আয়োজনে প্রাথমিক, মাধ্যমিক, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিযোগী বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। দুই দিনের এ উৎসবে মিডিয়া পার্টনার ছিল দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন। বই ‘শিল্পী ও শিল্পকথা’ : হোপ মাল্টিমিডিয়া  প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক গ্রন্থাগারিক জাহানার রউফের বই ‘শিল্পী ও শিল্পকথা’। গত শুক্রবার বিকালে চারুকলা অনুষদের সেমিনার কক্ষে বইটির মোড়ক উন্মোচন করা হয়।  এতে প্রধান অতিথি ছিলেন শিল্পী ও অধ্যাপক আবুল র্বাক আলভী। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ফরিদা জামান। মোশতাক আহমেদ হেলালের সভাপতিত্বে বইটি নিয়ে আলোচনা করেন অধ্যাপক আবদুস সাত্তার ও মামুন কায়সার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর