মেঘালয় পাহাড়ের অপরূপ নীলাভ সৌন্দর্যকে আরও কাব্যিক করে তুলে সৌন্দর্য ছড়াচ্ছে যে জলাশয়, তার নাম লাল শাপলার বিকিবিল। সুনামগঞ্জে তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী উত্তর বড়দল ইউনিয়নে। প্রায় ১৫ একরের এই বিলটিকে পর্যটন এলাকা ঘোষণা করা হয়েছে গত ১২ অক্টোবর। প্রকৃতির নিজ হাতে গড়া অনিন্দ্যসুন্দর লালের এই সমারোহ দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন পর্যটকরা। বিকিবিল দেখতে এসে বাড়তি পাওনা হিসেবে দেখছেন প্রকৃতির লীলাভূমি টাঙ্গুয়ার হাওর, শিমুলবাগান, বারেকের টিলা, নীলাদ্রী পাহাড়ের কোলঘেঁষা শহীদ সিরাজ লেক। পর্যটকেরা জানান, সবুজ ক্যানভাসের মাঝখানে লাল শাপলার বিশাল সমোরোহ হৃদয় কেড়ে নেয়। সুন্দরের এই পরশ চোখে বুলাতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন তারা। শুভ্র সকাল, ভর দুপুর কিংবা পড়ন্ত বিকাল- এক এক সময় এক এক রূপ ধারণ করে লাল শাপলায় আচ্ছাদিত বিকিবিল। অপরূপ সৌন্দর্যের এই জলাশয়টিকে যথাযথ সংরক্ষণের ব্যবস্থা করার দাবি পর্যটকদের। স্থানীয় সূত্র জানায়, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের কাশতাল গ্রামের সামনে বাদাঘাট ও কাউকান্দি বালিয়াঘাট নতুন বাজার সড়কের মাঝামাঝি স্থানে বিকিবিলের অবস্থান। কাশতাল, বরোখাড়া ও আমবাড়ি গ্রাম তিনদিক থেকে ঘিরে রেখেছে বিলটিকে। বারো মাসই কম-বেশি শাপলার দেখা মিলে এ হাওরে। তবে অক্টোবর ও নভেম্বর মাসে ফুলের বিস্তৃতি বেড়ে যায়। । বড়দল (উত্তর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম বলেন, এ বিকিবিল হলহলিয়া ও দিঘলবাঁক মৌজার প্রায় ১৪ দশমিক ৯৫ একর জায়গাজুড়ে অবস্থিত। প্রায় ১০-১২ বছর আগে এ বিলে সামান্য ফুল ছিল। ৩-৪ বছর ধরে পুরো হাওরে লাল শাপলা ছেয়ে যাচ্ছে। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ বলেন, বিকিবিলকে সৌন্দর্যপিপাসু মানুষের দেখার সুযোগ করে দিতে এটিকে পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। বিলটির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
শিরোনাম
- প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
- টেস্ট দলে ফিরিলেও আর্চারের মাঠে ফেরা বিলম্বিত
- চুয়াডাঙ্গায় ১৪ প্রতিবন্ধী বিদ্যালয়ের এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন
- অর্থবছরের প্রথম দিনেই মোংলা বন্দরে একসঙ্গে ৪ বিদেশি জাহাজ
- ৯ কোটি টাকা সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র
- প্রত্যাশিত অগ্রগতি না হলেও ঐকমত্যের লক্ষ্যে আলোচনা ফলপ্রসূ হবে : আলী রিয়াজ
- আজ মিয়ানমার বাধা পেরোলেই এশিয়ান কাপে বাংলাদেশ
- ইউক্রেনে সামরিক সহায়তার গুরুত্বপূর্ণ চালান স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- রাজবাড়ীতে মাদক-সন্ত্রাসের ভয়াল থাবা: জাতীয় প্রেসক্লাবের সামনে যুবকের প্রতিবাদ
- রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী আখতার হোসেন
- ঢাকায় যোগ দিলেন সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
- আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো : ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
- রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
- রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন প্রেস সচিব
- আবারও রিমান্ডে সাবেক এমপি জাফর আলম
- হরমুজ প্রণালিতে মাইন বসানোর প্রস্তুতি নিয়েছিল ইরান: দাবি যুক্তরাষ্ট্রের
- রাজধানীতে বাসায় ঝুলছিল যুবকের মরদেহ
- হজ পালন শেষে ফিরেছেন ৬৩ হাজার ১৮৮ হাজি
- জুলাই আন্দোলনে ৬ বছরের শিশুর মৃত্যু, ২০০ জনের বিরুদ্ধে মামলা
- বৃহস্পতিবার যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না
লাল শাপলায় বদলে গেছে হাওর
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর