মেঘালয় পাহাড়ের অপরূপ নীলাভ সৌন্দর্যকে আরও কাব্যিক করে তুলে সৌন্দর্য ছড়াচ্ছে যে জলাশয়, তার নাম লাল শাপলার বিকিবিল। সুনামগঞ্জে তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী উত্তর বড়দল ইউনিয়নে। প্রায় ১৫ একরের এই বিলটিকে পর্যটন এলাকা ঘোষণা করা হয়েছে গত ১২ অক্টোবর। প্রকৃতির নিজ হাতে গড়া অনিন্দ্যসুন্দর লালের এই সমারোহ দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন পর্যটকরা। বিকিবিল দেখতে এসে বাড়তি পাওনা হিসেবে দেখছেন প্রকৃতির লীলাভূমি টাঙ্গুয়ার হাওর, শিমুলবাগান, বারেকের টিলা, নীলাদ্রী পাহাড়ের কোলঘেঁষা শহীদ সিরাজ লেক। পর্যটকেরা জানান, সবুজ ক্যানভাসের মাঝখানে লাল শাপলার বিশাল সমোরোহ হৃদয় কেড়ে নেয়। সুন্দরের এই পরশ চোখে বুলাতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন তারা। শুভ্র সকাল, ভর দুপুর কিংবা পড়ন্ত বিকাল- এক এক সময় এক এক রূপ ধারণ করে লাল শাপলায় আচ্ছাদিত বিকিবিল। অপরূপ সৌন্দর্যের এই জলাশয়টিকে যথাযথ সংরক্ষণের ব্যবস্থা করার দাবি পর্যটকদের। স্থানীয় সূত্র জানায়, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের কাশতাল গ্রামের সামনে বাদাঘাট ও কাউকান্দি বালিয়াঘাট নতুন বাজার সড়কের মাঝামাঝি স্থানে বিকিবিলের অবস্থান। কাশতাল, বরোখাড়া ও আমবাড়ি গ্রাম তিনদিক থেকে ঘিরে রেখেছে বিলটিকে। বারো মাসই কম-বেশি শাপলার দেখা মিলে এ হাওরে। তবে অক্টোবর ও নভেম্বর মাসে ফুলের বিস্তৃতি বেড়ে যায়। । বড়দল (উত্তর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম বলেন, এ বিকিবিল হলহলিয়া ও দিঘলবাঁক মৌজার প্রায় ১৪ দশমিক ৯৫ একর জায়গাজুড়ে অবস্থিত। প্রায় ১০-১২ বছর আগে এ বিলে সামান্য ফুল ছিল। ৩-৪ বছর ধরে পুরো হাওরে লাল শাপলা ছেয়ে যাচ্ছে। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ বলেন, বিকিবিলকে সৌন্দর্যপিপাসু মানুষের দেখার সুযোগ করে দিতে এটিকে পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। বিলটির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
শিরোনাম
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
লাল শাপলায় বদলে গেছে হাওর
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর