এবার বাণিজ্য মেলায় খাদ্যপণ্যে ধামাকা অফার দিচ্ছে দেশের শীর্ষ শিল্পোদ্যোক্তা পরিবার বসুন্ধরা গ্রুপের অঙ্গ-প্রতিষ্ঠান বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটি মেলায় ক্রেতাদের জন্য বিভিন্ন প্যাকেজ নিয়ে হাজির হয়েছে। এতে ক্রেতারাও সাড়া দিচ্ছেন। বসুন্ধরার গুণগত মানের পণ্য কিনতে স্টলে ভিড় করছেন ক্রেতা-দর্শনার্থীরা। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আয়োজিত রাজধানীর শেরেবাংলানগরে মাসব্যাপী ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২০-এ বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের স্টলে গিয়ে গতকাল দেখা গেছে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়। স্টলে বসুন্ধরার তেল, সেমাই, আটা, ময়দা, সুজি, নুডলস, টিস্যু, পাস্তা, রুটি ও কয়েলসহ নানা পণ্য নিয়ে ক্রেতাদের জন্য সাজানো হয়েছে আকর্ষণীয় প্যাকেজ। একসঙ্গে প্যাকেজ কিনলে প্যাকেজ ভেদে ২০ থেকে ৫০ শতাংশ অর্থ সাশ্রয় হবে ক্রেতার। তেল, আটা ও ময়দাসহ প্যাকেজ কম্বো সাজানো হয়েছে। এসব পণ্যের বাজার মূল্য ৩৯৬ টাকা, কিন্তু বাণিজ্যমেলায় ৩২০ টাকায় এসব পণ্য কিনতে পারবেন গ্রাহকরা। এর সঙ্গে উপহার হিসেবে থাকছে বাটি, ঝুড়ি ও টিফিন বক্স। এ ছাড়া স্মল প্যাকেজে রয়েছে সাতটি আইটেম, যার বাজার মূল্য ৩০২ টাকা, কিন্তু বাণিজ্যমেলায় বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। অপর প্যাকেজের নাম সেমাই বান্ডেল অফার। তিন আইটেমের সেমাইয়ে ছয়টি সেমাইয়ের প্যাকেট পাওয়া যাচ্ছে প্যাকেজে। এর বাজার মূল্য ৩০০ টাকা হলেও মেলায় পাওয়া যাচ্ছে ২২০ টাকায়। কম্বো চার আইটেমের বাজারমূল্য ১৯০ টাকা, মেলায় পাওয়া যাচ্ছে ১২০ টাকায়। অপর প্যাকেজের নাম লার্জ প্যাকেজ। এ প্যাকেজে ১২টি আইটেম রয়েছে, যার বাজার মূল্য ৫৮৭ টাকা। ১২টি আইটেমের এ প্যাকেজ পাওয়া যাচ্ছে ৫৪০ টাকায়। তেল, নুডলস, ময়দা, আটা ও সেমাই ইত্যাদি রয়েছে এ প্যাকেজে। এক্সট্রা লার্জ প্যাক অফার ১৩টি আইটেম নিয়ে সাজানো হয়েছে। মূল্য এক হাজার ২৮৫ টাকা হলেও মেলার অফার মূল্য ১১০০ টাকা। এ ছাড়াও টিস্যু ভ্যালু প্যাকেজ ১০টি আইটেম নিয়ে সাজানো হয়েছে। বাজার মূল্য ৩০০ টাকা হলেও মেলার অফার মূল্য ২৮০ টাকা। বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড প্রমোটর মিতু বলেন, বসুন্ধরা পণ্যে মানুষের অনেক আস্থা। এ জন্য মেলায় ভালো সাড়া পাওয়া যাচ্ছে। আমরা মেলায় গ্রাহকদের জন্য নানা অফার এনেছি। ক্রেতারাও ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন আমাদের খাদ্যপণ্যে।
শিরোনাম
- ফেসবুক ও মোবাইল ব্যাংকিং হ্যাক করে চলত প্রতারণা, গ্রেফতার ৪
- শিক্ষার্থী সেবায় বাউবির সমন্বিত পরিকল্পনা
- ভালুকায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা: গ্রেফতার দেবর নজরুল
- নির্বাচন ঠেকানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে : টুকু
- জুলাইয়ে নারীদের সাহসী উত্থান উদযাপনে ঢাকায় মশাল মিছিল
- বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
- মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১
- নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
- ঢামেক হাসপাতালের সামনে থেকে দুই দালাল আটক
- ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি মহিন দ্বিতীয় দফায় রিমান্ডে
- সরকারি হলো আরও এক বিদ্যালয়
- মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ
- বিএনপি সংঘাতের উস্কানির ফাঁদে পা দেবে না : প্রিন্স
- পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
- ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ রাজ্যের মামলা
- মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
- শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়ের হ্যাটট্রিক
- ৮ বছর পর টেস্ট ক্রিকেটে ফেরার দুয়ারে ডসন
- ট্রাম্পের আল্টিমেটামের তোয়াক্কা করে না রাশিয়া
- বাড়তি ভাড়া না দেওয়ায় ইবি ছাত্রীকে মারধর, বাস আটক