রবিবার, ১৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

একক নামে কেনা যাবে ৫০ লাখ টাকার সঞ্চয়পত্র

নিজস্ব প্রতিবেদক

একক নামে কেনা যাবে ৫০ লাখ টাকার সঞ্চয়পত্র

‘সঞ্চয়পত্রে বিনিয়োগ বাড়াতে বিভিন্ন কর্মসূচি নিচ্ছে সরকার। জনগণের যা সুবিধা তা-ই গ্রহণ করা হবে। আর এ খাতে যেন কোনো দুর্নীতি না হয় সেজন্য কঠোর দৃষ্টি রাখা হবে।’

গতকাল জাতীয় সঞ্চয় সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। তিনি আরও বলেন, মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে এবার সঞ্চয় সপ্তাহ নতুন মাত্রা পেল। এবারের সঞ্চয় সপ্তাহের প্রতিপাদ্য বিষয় হলো ‘অপচয় না করে সঞ্চয় কর, সমাজ দেশকে সমৃদ্ধ কর’। উদ্বোধনের পর প্রধান অতিথির নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। কর্মকর্তারা জানান, সঞ্চয়পত্রে একক নামে এখন ৫০ লাখ টাকা এবং যৌথ নামে এক কোটি টাকা পর্যন্ত কেনার সুযোগ রয়েছে। আগে এটি কম ছিল।

সর্বশেষ খবর