যশোরে আওয়ামী লীগ অন্য যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি চাঙ্গা বলে মন্তব্য করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন। তিনি বলেন, ‘দলের মধ্যে গ্রুপিং অনেক কমে এসেছে। প্রায় সব কর্মসূচিই এখন একসঙ্গে পালন করা হচ্ছে। সাংগঠনিকভাবে দল এখন অনেক মজবুত’। গত নভেম্বরেই সম্মেলনের মাধ্যমে জেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওই সম্মেলনে আগের সভাপতি শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার আবারও সভাপতি, সাধারণ সম্পাদক হিসেবে থেকে যান। আর জেলার ছয় আসনের সংসদ সদস্যদের কমিটির সদস্য করা হয়। এ ছাড়া সহ-সভাপতি পদে আবদুল মজিদ, হায়দার গনি খান পলাশ, খয়রত হোসেন, আবদুল খালেক, মোহাম্মদ আলী রায়হান ও গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট মনিরুল ইসলাম, আশরাফুল আলম লিটন ও মীর জহুরুল হক, সাংগঠনিক সম্পাদক হিসেবে আফজাল হোসেন, মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী ও জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু এবং প্রচার সম্পাদক হিসেবে মহিউদ্দিনের নাম ঘোষণা করা হয়। কমিটির বাকি পদগুলো এখনো শূন্য আছে। এ ব্যাপারে শহিদুল ইসলাম মিলন বলেন, ঢাকায় সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কেন্দ্রীয় নেতারা সবাই ব্যস্ত আছেন। সিটি নির্বাচন শেষ হলেই কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের সঙ্গে আমরা সবাই বসে কমিটি পূর্ণাঙ্গ করব। তিনি বলেন, সব পক্ষকে সঙ্গে নিয়েই কমিটি পূর্ণাঙ্গ করা হবে। অপর এক প্রশ্নের জবাবে মিলন বলেন, জেলা কমিটির পাশাপাশি সদর উপজেলা ও শহর শাখারও নতুন কমিটি হয়েছে। জেলা যুবলীগ ও ছাত্রলীগের কমিটিও যত দ্রুত সম্ভব আমরা করার চেষ্টা করছি।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ