ঘন কুয়াশা আর জননিরাপত্তা বিবেচনায় গতকাল ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল ৯টা পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ রাখে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ। এতে টোল আদায় বন্ধ থাকে ৪ ঘণ্টা। এ অবস্থায় উত্তরবঙ্গগামী যানবাহনের চাপ বাড়ে। যদিও ঢাকামুখী যানবাহনের চাপ বেশি ছিল না। যান চলাচল বন্ধ থাকায় এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার মহাসড়কজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এক পর্যায়ে এ যানজট বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে হাটিকুমরুল পর্যন্ত ছড়িয়ে পড়ে বলে জানা গেছে। টাঙ্গাইল ট্রাফিক পুলিশের বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কর্তব্যরত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ইফতেখার রোকন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।