শনিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

থেরাপি নেওয়ার সময় বিছানায় আগুন, নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

দুই বছর ধরে প্যারালাইসিস রোগে ভুগছিলেন মাবিয়া বেগম (৬০)। বিছানা থেকে নড়াচড়া করতে পারতেন না তিনি। তাকে থেরাপি দেওয়ার জন্য বিছানার পাশে দুটি চিকিৎসা সরঞ্জাম (মেশিন) ছিল। যেটিতে বিদ্যুৎ সংযোগ দিয়ে থেরাপি নিতেন তিনি। গতকাল সকাল ৯টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে প্রথমে ওই মেশিনে এবং পরে পুরো ঘরে আগুন ধরে যায়। নড়াচড়া করতে না পারায় বিছানাতেই দগ্ধ হয়ে মারা যান মাবিয়া বেগম।

এই মর্মান্তিক ঘটনা ঘটে রাজধানীর মোহাম্মদপুরের বাঁশবাড়ি এলাকায় ডি ব্লকের ১৩/জি নম্বর বাসার চার তলায়। লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। মর্গে ওই নারীর স্বামী পরম আলী জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাবিয়ার শরীরের ঘা শুকানোর জন্য একটি মেশিন এবং থেরাপির জন্য আরও একটি মেশিন বিছানার পাশে লাগানো ছিল। ঘটনার সময় তিনি বাসার নিচে চা খেতে যান। এ সময় তার পুত্রবধূ বাসায় ছিল। ফিরে দেখেন আগুনে মাবিয়া মারা গেছেন। তার নাতি জাহেদ আলী জানান, ঘরে আগুন লাগার পর চিৎকার চেঁচামেচিতে সবাই বেরিয়ে যান। কিন্তু তার দাদির পক্ষে বের হওয়া সম্ভব ছিল না। ফায়ার সার্ভিস সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, বাসায় ইলেকট্রনিক মেশিন দিয়ে থেরাপি দেওয়ার সময় শর্টসার্কিট থেকে বিছানায় আগুন ধরে যায়। ওই আগুন দেখে বাসার সবাই ঘর থেকে বেরিয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে যায়। পরে সেখান থেকে মৃত অবস্থায় দগ্ধ নারী মাবিয়া বেগমের লাশ উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর