শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

তীব্র রোদের পর স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

গত কয়েক দিনের তীব্র রোদের পর গতকাল বিকালে রাজধানীর বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি হয়েছে। বিকাল সাড়ে ৫টায় শুরু হওয়া এ বৃষ্টিপাত প্রায় আধা ঘণ্টা স্থায়ী ছিল। সঙ্গে ছিল দমকা বাতাস ও শিলাবৃষ্টিও। অবশ্য এরপর ফের রোদের দেখা মেলে ঢাকার আকাশে। তবে একপশলা বৃষ্টির স্পর্শে জনশূন্য শহরে দেখা দেয় সজীবতা। তীব্র রোদের পর বৃষ্টির পরশে প্রকৃতি যেন প্রাণ ফিরে পায়। গাছে গাছে সবুজের প্রাণোচ্ছল সজীবতা বিকালের প্রশান্তি বাড়িয়ে দেয় বহুগুণ। আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম গত রাতে এ প্রতিবেদককে বলেন, সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীতে এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজধানী ঢাকাসহ টাঙ্গাইল ও শ্রীমঙ্গলেও গতকাল বৃষ্টি হয়েছে, জানান শাহিনুল। আবহাওয়া অধিদফতরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্য এলাকার আবহাওয়া শুষ্ক থাকবে। এদিকে চট্টগ্রামের সীতাকুন্ড, ফেনী, নোয়াখালীর মাইজদী কোর্ট, রাঙামাটি, রাজশাহী ও পাবনা অঞ্চল এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলেও জানানো হয়।

সর্বশেষ খবর