শুক্রবার, ১৫ মে, ২০২০ ০০:০০ টা

চিকিৎসাসেবা নিশ্চিতের বিকল্প নেই

- ডা. হারুন আল রশীদ

চিকিৎসাসেবা নিশ্চিতের বিকল্প নেই

বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি ডা. হারুন আল রশীদ বলেছেন, এ মুহূর্তে মানুষ নিজের ন্যূনতম চিকিৎসাটা পাচ্ছে না। এখন সবচেয়ে বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছে চিকিৎসাসেবা নিশ্চিত করা। অসুস্থতা নিয়ে রোগী যেন হাসপাতালে গিয়ে ফিরে না আসে, যে কোনোভাবে এ বিষয়টি নিশ্চিত করতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, চিকিৎসা খাতে সমন্বয়হীনতার বিষয়টি এখন সবাই বলছে। সমন্বয়হীনতার প্রধান জায়গাগুলো চিহ্নিত করে সরকারের উচ্চপর্যায় থেকে তা দূর করার ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, মানুষ মারা যাবে, কেউই অমর নয়। তবে বিনা চিকিৎসায় যেন কেউ মারা না যায়। তিনি বলেন, করোনা প্রতিরোধে এখন সবচেয়ে জরুরি হচ্ছে বেশি বেশি টেস্ট করা। মানুষ যেন সহজে টেস্ট করতে পারে সে ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে বেসরকারি হাসপাতালগুলোকে যুক্ত করতে হবে। তিনি বলেন, অধিকাংশ বড় বেসরকারি হাসপাতালেরই সারা দেশে ডায়াগনস্টিক সেন্টারের শাখা রয়েছে। সরকার যদি চায় তাহলে ওই ল্যাবগুলোও ব্যবহার করতে পারে। বেসরকারি হাসপাতালগুলোর সরকার ও দেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে। সরকার যদি চায় অবশ্যই স্বল্পমূল্যে টেস্ট করতে বেসরকারি হাসপাতালগুলোকে বাধ্য করতে পারে। তিনি বলেন, দেশে কভিড রোগী ২ থেকে ৩ শতাংশ। এই আক্রান্ত রোগীদের কারণে সাধারণ রোগীরাও চিকিৎসা পাচ্ছে না। এজন্য হাসপাতালগুলোকে শ্রেণিবিন্যাস করতে হবে। প্রয়োজনে প্রতিটি হাসপাতালকে লাল, হলুদ ও সবুজ জোনে ভাগ করা যায়।

 এতে করে কভিড ও নন-কভিড রোগীদের আলাদা করে চিকিৎসা দেওয়া সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর