মেহেরপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে গত বুধবার তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার বিবাদীরা হলেন ‘মেহেরপুর প্রতিদিন’ সম্পাদক ইয়াদুল মোমিন, যুগ্মসম্পাদক আল আমিন ও প্রকাশক এম এ এস ইমন।
মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক এমপি (স্বতন্ত্র) মো. মকবুল হোসেনের ভাগ্নে সবুজ হোসেন বাদী হয়ে গাংনী থানায় এ মামলা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওবাইদুর রহমান জানান, মামলাটি ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে করা হয়েছে। নম্বর ১২, তারিখ ১৩-০৫-২০২০।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহাবুল ইসলাম জানান, তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।
উল্লেখ্য, ১১ মে মেহেরপুর প্রতিদিন-এ ‘গাংনীর সাবেক এমপি মকবুলের কান্ড : ২৬ বছর দখলে রেখেছে পরের বাড়ি’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিকার চেয়ে বাদী মামলাটি দায়ের করেন।