শুক্রবার, ৩ জুলাই, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

লন্ডনে ৭৩ কোটি টাকায় বিক্রি হলো কোরআনের বিরল পাণ্ডুলিপি

যুক্তরাজ্য প্রতিনিধি

পঞ্চদশ শতাব্দীর কোরআনের একটি বিরল পা-ুলিপি সম্প্রতি ৭০ লাখ ১৬ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। তেহরান টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৭৩ কোটি ৪৮ লাখ ৭১ হাজার টাকা।

গত শুক্রবার লন্ডনের ক্রিশ্চিয়াস নিলাম সেন্টারে পা-ুলিপিটি বিক্রির জন্য উপস্থাপন করা হয়েছিল। পান্ডুলিপিটি ইরানের। এটি  তৈমুর অথবা আগা কুইনলুহার রাজত্বকালে প্রণীত হয়েছে। প্রথমে ধারণা করা হয়েছিল, এই পান্ডুলিপি ৬ লাখ থেকে ৯ লাখ পাউন্ডে বিক্রি হবে। তবে শেষ পর্যন্ত বিরল এই পান্ডুলিপিটির দাম ৭০ লাখ পাউন্ত ছাড়িয়ে যায়। বিশেষ ধরনের চীনা কাগজে লিখিত কোরআনের এই পান্ডুলিপির পৃষ্ঠা এবং প্রচ্ছদে সোনার কাজ করা রয়েছে।

সর্বশেষ খবর