শুক্রবার, ১০ জুলাই, ২০২০ ০০:০০ টা

সুদমুক্ত ঋণ পেলে ঘুরে দাঁড়াবে ব্যবসা-বাণিজ্য

-সাইদুর রহমান রিন্টু

রাহাত খান, বরিশাল

সুদমুক্ত ঋণ পেলে ঘুরে দাঁড়াবে ব্যবসা-বাণিজ্য

বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি জাহাজ ব্যবসায়ী সাইদুর রহমান রিন্টু বলেছেন, করোনার প্রভাবে সব ব্যবসা বাণিজ্যের অপূরণীয় ক্ষতি হয়েছে। জীবিকা হারিয়ে বেকার লাখ লাখ চাকরিজীবী, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, দোকানি-কর্মচারী। দেশের অর্থনীতির চাকা সচল করতে বন্ধ শিল্প-কলকারখানা ব্যবসা বাণিজ্য সব সেক্টর খুলে দিতে হবে স্বাস্থ্যবিধি মেনে। এখন আর ঘরে বসে থাকার সময় নেই। করোনা বাস্তবতা মেনে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সবচেয়ে বড় প্রয়োজন ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা ও সব ধরনের ব্যবসায়ীদের প্রণোদনার আওতায় সুদবিহীন ঋণ দেওয়ার। এসএমই ঋণ আরও সহজ করতে হবে। পুঁজি হারিয়ে নিঃস্ব মানুষ সুদবিহীন ঋণ পেলে নতুন-পুরান কর্মক্ষেত্রে আবারও কাজের সুযোগ তৈরি হবে এবং এভাবেই ঘুরে দাঁড়ানো সম্ভব বলে মনে করেন এফবিবিসিআইর সাবেক এই পরিচালক। তিনি বলেন, এখন আমদানি বন্ধ। মাদার ভেসেল আসছে না। পণ্য খালাস না হওয়ায় চট্টগ্রাম বন্দরে ১ হাজার লাইটারেজ জাহাজ অলস বসে আছে। দুই মাসেও একটি ট্রিপ হচ্ছে না। কর্মচারীদের বসিয়ে বেতন দিতে হচ্ছে। অন্যান্য ব্যবসা-বাণিজ্য বন্ধ হওয়ায় ছোট-বড় চাকরি হারিয়েছেন অনেকে। এলাকার চায়ের দোকানির ক্ষুদ্র ব্যবসাও বন্ধ। যাত্রী না থাকায় পরিবহন শ্রমিকরাও আগের মতো আয় করতে পারছেন না। দিনমজুর শ্রমিকদেরও কাজ নেই। নির্মাণ শ্রমিকরাও বেকার। কর্মহীন মানুষ শহর থেকে গ্রামে চলে যাওয়ায় বাসা ভাড়ার আয়ের ওপর নির্ভরশীলরা পড়েছেন চরম বেকায়দায়। আগে ৪টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা যেত। এখন সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখা হলেও ক্রেতার দেখা মিলছে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর