শুক্রবার, ১০ জুলাই, ২০২০ ০০:০০ টা
শিল্পকলায় আর্টক্যাম্প

করোনার বিরুদ্ধে শিল্প

মোস্তফা মতিহার

করোনার বিরুদ্ধে শিল্প

দেশের ক্রান্তিকালে শিল্পী সমাজ এগিয়ে এসেছে। রেখেছে প্রশংসনীয় ভূমিকা। ’৫২-র ভাষা আন্দোলন, ’৬৯-এর গণঅভ্যুত্থান ও ’৭১-এর মুক্তিযুদ্ধ- সব আন্দোলন-সংগ্রামেই সোচ্চার ছিলেন শিল্পীরা। সুরের মূর্ছনা, নৃত্যের মুদ্রা, কবিতার দীপ্ত উচ্চারণ ও রংতুলির ছোঁয়ায় ভিন্ন ধরনের নান্দনিক প্রতিবাদে বাংলাদেশ সৃষ্টির আগ থেকেই সক্রিয় ছিলেন শিল্পীরা। বৈশ্বিক দুর্যোগ করোনা সারা বিশ্বের মতো সবুজ-শ্যামল এই রূপসী বাংলার অর্থনীতি, সংস্কৃতিসহ সবকিছুতেই হানা দিয়েছে। ঘরবন্দী হয়ে মানুষ শুধু কর্মহীনই হয়ে পড়েনি, মনের খোরাক শিল্পের রস আস্বাদন থেকেও হয়েছে বিচ্যুত। আর বরাবরের মতো এবার মহামারীর এই বৈশ্বিক দুর্যোগে এগিয়ে এসেছে লাল-সবুজের পতাকাকে হৃদয় ধারণ করে এগিয়ে চলা শিল্পীরা। ইতিমধ্যে গান, কবিতা ও নাচের বেশ কয়েকটি অনলাইনভিত্তিক আয়োজন শেষে শিল্পাঙ্গনকে বর্ণাঢ্য ও রঙিন করে তুলতে এবার রংতুলির ছোঁয়ার আশ্রয় নিয়েছেন তারা। সব প্রতিকূলতা কাটিয়ে নবপ্রাণের উদ্যমে নতুন করে বেঁচে থাকার প্রত্যয়ে শৈল্পিক সৃজনে রং আর তুলির ব্যবহারে ক্যানভাসকে মূর্ত করে তুলেছেন দেশের ৩০০ জন শিল্পী। ‘আর্ট এগেনস্ট করোনা’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে ৮ জুলাই শিল্পকলা একাডেমিতে শুরু হয় ১৩ দিনের এই আর্টক্যাম্প। শিল্পীদের  ক্যানভাস ও ছবি আঁকার উপকরণও দিয়েছে শিল্পকলা একাডেমি। একাডেমির জাতীয় চিত্রশালা ভবনের বিভিন্ন গ্যালারি, প্লাজা এবং স্টুডিওতে সামাজিক দূরত্ব বজায় রেখে ছবি নিজ নিজ সৃষ্টিশীলতাকে তুলে ধরছেন শিল্পাঙ্গনের কারিগররা। গতকাল বিকালে সরেজমিন দেখা গেছে, অঙ্কন নিয়ে শিল্পীদের রাজ্যের ব্যস্ততা। কভিডের চোখ রাঙানিতে ঘরে বন্দী করে রাখতে পারেনি শিল্পের এই যোদ্ধাদের। করোনার আতঙ্ক নিয়ে দেশের সাধারণ মানুষ যখন ভীতিকর পরিস্থিতির মধ্যে দিনাতিপাত করছেন তখন সাংস্কৃতিক সৃজনে জনগণকে আনন্দ দিতে ব্যস্ত সময় পার করছেন রংতুলির সৈনিকরা। আর সেসব শিল্পকর্ম কাছ থেকে দেখার ইচ্ছাকে দমন করতে না পেরে সীমিত আকারে দর্শনার্থীরাও ছুটে গেছেন শিল্পের হাটে। শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় এই আর্টক্যাম্পের পরিকল্পনায় রয়েছেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

 নির্মিত শিল্পকর্ম নিয়ে পরবর্তীতে একটি প্রদর্শনীর আয়োজন ও একটি ক্যাটালগ প্রকাশ করবে আয়োজক প্রতিষ্ঠান শিল্পকলা একাডেমি। ২০ জুলাই শেষ হবে ১৩ দিনের এই শিল্পযজ্ঞ।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর