শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

আওয়ামী লীগের নেতা-কর্মীরা দুঃসময়ে মানুষের পাশে ছিল

-জোয়াহেরুল ইসলাম

আওয়ামী লীগের নেতা-কর্মীরা দুঃসময়ে মানুষের পাশে ছিল

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, অদৃশ্য শত্রু করোনাভাইরাস মানুষকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। মানুষের জীবনব্যবস্থা ভেঙে পড়েছে। এখন মানুষের পাশে থাকাটাই বড় রাজনীতি।

জোয়াহের বলেন, জেলার আটটি আসনের সংসদ সদস্যরা সরকারি অনুদানের পাশাপাশি নিজেদের অর্থায়নে করোনাকালীন লকডাউন ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শক্রমে অসহায় ও দরিদ্র মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। জেলা ও উপজেলা আওয়ামী লীগের ত্রাণ কমিটির মাধ্যমে প্রতিটা গ্রামগঞ্জে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। অতীতের কোনো সরকারের আমলে অসহায় মানুষের মধ্যে এত ত্রাণসামগ্রী বিতরণ করতে দেখা যায়নি। তিনি বলেন, আমার নির্বাচনী এলাকা বাসাইল-সখীপুরে আমার ব্যক্তিগত তহবিল থেকে ১০ লাখ টাকার ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সরকারি ত্রাণ তৎপতার পাশাপাশি সাধ্যানুযায়ী প্রত্যেক নেতা-কর্মীই অসহায় কর্মহীন ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন। আমি মানুষের পাশে কাজ করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে পড়েছিলাম। বর্তমানে কিছুটা সুস্থ হয়ে আবার মানুষের সেবায় নিয়োজিত হয়েছি। জেলা প্রশাসক, সিভিল সার্জন, নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র, সাংবাদিক, চিকিৎসক ও রাজনৈতিক নেতা-কর্মীসহ অনেকেই মানুষের সেবা করতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে অনেকে সুস্থ হয়ে পুনরায় অসহায় মানুষের সেবায় কাজ করছেন। গত ৬-৭ মাস জেলা আওয়ামী লীগের সব অঙ্গসংগঠনের নেতা-কর্মী অসহায় মানুষের পাশে থেকে কাজ করছে। এতে জনগণের মধ্যে আওয়ামী লীগের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর