শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

অসহায় মানুষের মুখে আহার তুলে দেওয়াই বড় রাজনীতি

-ফরহাদ ইকবাল

অসহায় মানুষের মুখে আহার তুলে দেওয়াই বড় রাজনীতি

টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, লকডাউন ও লকডাউন পরবর্তী সময়ে কর্মহীন  ও গরিব-দুঃখী মানুষের মুখে আহার তুলে দেওয়াই বড় রাজনীতি। সেদিকে লক্ষ্য রেখেই সর্বপ্রথম টাঙ্গাইল জেলা বিএনপি করোনাভাইরাস ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ শুরু করে। কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে একমাত্র বিএনপির নেতা-কর্মীরাই ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছে। তিনি বলেন, বিএনপি ১৪ বছর ধরে ক্ষমতার বাইরে। তারপরও দলীয় এবং ব্যক্তিগত উদ্যোগে অন্তত ৭৬ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। করোনাকালীন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মধ্যে জেলা বিএনপি যে পরিমাণ ত্রাণসামগ্রী বিতরণ করেছে তা অন্য কোনো রাজনৈতিক দল করেনি। এমন একটা সময়েও আমাদের কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। তারপরও অসহায় মানুষে পাশ থেকে আমাদের সরাতে পারেনি।

তিনি বলেন, আওয়ামী লীগ দল হিসেবে করোনাকালে মানুষের পাশে সেভাবে দাঁড়ায়নি। দু-একজন ত্রাণ বিতরণ করলেও তারা শুধু দলীয় নেতা-কর্মীদের মধ্যে বিতরণ করেছে। সরকারিভাবে যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে তা জেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর আড়াই হাজার টাকা করে নগদ অনুদান সেটাও দলীয় অনেক স্বচ্ছল নেতা-কর্মী পেয়েছে। সাধারণ অসহায় মানুষ পায়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর