শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

মহামারী মোকাবিলায় জাতীয় ঐক্য প্রয়োজন

-মো. রফিকুল ইসলাম

মহামারী মোকাবিলায় জাতীয় ঐক্য প্রয়োজন

টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, করোনাভাইরাস মহামারী বুঝিয়ে দিয়ে গেল মহামারী মোকাবিলায় জাতীয় ঐক্য কতটা প্রয়োজন। এ মহামারী করোনার প্রাদুর্ভাবের সময় আমাদের দলীয় প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম ঘোষণা দিয়েছিলেন, এটি একটি জাতীয় সমস্যা। এ সমস্যা সমাধানে জাতীয় ঐক্য দরকার। কিন্তু সেই ঐক্য বাংলাদেশের রাজনীতিতে ঠাঁই হয়নি। তিনি বলেন, সরকার ইচ্ছেমতো কাজ করেছে। এটা করতে গিয়ে করোনা প্রতিরোধে লেজেগোবরে অবস্থা হয়েছে। সরকারি দলের লোকজন মানুষের পাশে যেভাবে দাঁড়ানোর কথা ছিল তা দেখা যায়নি। বিএনপির ক্ষেত্রেও একই অবস্থা। বিএনপির অনেক নেতা-কর্মীই করোনার ভয়ে ঘর থেকে বের হয়নি। দু-একজন নেতাকে দেখা গেছে তারেক রহমান ও খালেদা জিয়ার নির্দেশে কিছু ত্রাণ বিতরণ করে প্রচার করতে। কিছু কিছু রাজনৈতিক দলের নেতা-কর্মীরা কেবল লোক দেখানো ত্রাণ কার্যক্রম করেছে। বাহবা পাওয়ার জন্য অনেকেই ২০ প্যাকেট ত্রাণ দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের মতো নিজেরাই নিজেদের সাপোর্ট দিয়ে এ করোনা মহামারী থেকে নিজেদের প্রতিরোধ করে জীবন রক্ষা করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর